তিরুমালাইয়ের রাস্তায় ভালুকের ভ্রমণ
নয়া দিল্লি: করোনা ভাইরাসের কারণে সারা দেশে লকডাউন চলছে। এমন পরিস্থিতিতে ফাঁকা রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে বন্য প্রাণীদের। কিছুদিন আগেই মুম্বইয়ের রাস্তায় দেখা মিলেছে ময়ূরের। দেখা গেছে গণ্ডার, হাতিরও। এবার অন্ধ্রপ্রদেশের তিরুমালাইয়ের রাস্তায় ঘুরতে দেখা গেল দুটো বুনো ভালুককে।
'আমরা জিতবই', বিশ্ব হেরিটেজ ডে-তে আলোর বার্তা মনুমেন্ট, কুতুব মিনারের
এই ভিডিওটি আইএফএস অফিসার সুশান্ত নন্দ তাঁর টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। পোস্ট করতেই ভাইরাল সেটি। তার পরে এটি ভাইরাল হয়েছে। ক্যাপশনে সুশান্ত লিখেছেন, "দুটি ভাল্লুক তিরুমালাইয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখছে এখানে সবকিছু ঠিক আছে কিনা।"
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন দুটো ভালুক এসে রাস্তা পেরিয়ে সোজা এগিয়ে যাচ্ছে। ভিডিওটি পোস্ট হওয়ার পর সবাই সেটি দেখে ভীষণ মজা পেয়েছেন। একজন টুইটারেত্তি লিখেছেন, "ভাবছি, রাস্তায় হাঁটার সময় একবারও কি ভালুকদের মনে হয়েছিল এমন সুখের দিন আসবে তাদেরও"?
লকডাউনে প্রথম জন্মদিন, কেক হাতে উপস্থিত 'পুলিশ কাকু'!
দেখুন সবার মন্তব্য
Click for more
trending news