This Article is From Dec 26, 2019

প্রধানমন্ত্রীর গ্রহণ দেখার ছবিকে ‘মিম’ বলে উল্লেখ টুইটারে, উত্তর দিলেন নরেন্দ্র মোদি

এদিন সকাল ৭.৫৯ মিনিটে ভারতে শুরু হয় সূর্যের বলয়গ্রাস। কলকাতা থেকে দেখা গিয়েছে আংশিক গ্রহণ।

প্রধানমন্ত্রীর গ্রহণ দেখার ছবিকে ‘মিম’ বলে উল্লেখ টুইটারে, উত্তর দিলেন নরেন্দ্র মোদি

টুইটারে এই ছবি শেয়ার করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ছিল সূর্যগ্রহণ (Solar Eclipse)। দেশের বহু অংশ থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গিয়েছে। বাকি অংশে আংশিক। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) গ্রহণ দেখার বিশেষ চশমা পরে তাঁর গ্রহণ দেখার ছবি পোস্ট করেন টুইটারে (Twitter)। এক টুইটার গ্রাহক সেই ছবি শেয়ার করে লেখেন ‘‘এটি একটি মিমে পরিণত হয়েছে।'' সেই টুইটে সাড়া দিলেন প্রধানমন্ত্রী! তিনি সেই টুইটটি রিটুইট করে লেখেন, ‘‘অত্যন্ত স্বাগত। এনজয়।'' সেই সঙ্গে ছিল একটি স্মাইলিও।

"Ring Of Fire": দশকের শেষ সূর্যগ্রহণ, দেখা যাবে ভারত থেকেও

প্রধানমন্ত্রীর এমন সরস প্রতিক্রিয়ায় মুগ্ধ তাঁর অনুরাগীরা। অনেকেই সেই টুইট শেয়ার করেছেন:

কোনও কোনও টুইটার গ্রাহক তৎক্ষণাৎ কাজে লেগে পড়েন। ছবিটি থেকে তৈরি করতে থাকেন মিম।

প্রধানমন্ত্রী এদিন তাঁর গ্রহণ দেখার ছবি টুইটারে শেয়ার করেন। জানিয়ে দেন, অধিকাংশ ভারতীয়র মতো তিনিও উৎসাহী গ্রহণ দেখার জন্য। কিন্তু শেষ পর্যন্ত তাঁর আর সূর্যগ্রহণ দেখা হয়নি মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ার ফলে।

এদিন সকাল ৭.৫৯ মিনিটে ভারতে শুরু হয় সূর্যের বলয়গ্রাস। কর্নাটক, তামিলনাডু, কেরল, মহারাষ্ট্র ও দিল্লি থেকে এই গ্রহণ দেখা গিয়েছে। কলকাতা থেকে দেখা গিয়েছে আংশিক গ্রহণ। তবে এখানেও মেঘের কারণে গ্রহণ দেখতে সমস্যায় পড়তে হয়েছে আগ্রহীদের। 

.