Read in English
This Article is From Jun 06, 2019

'বেদের মেয়ে...' অঞ্জু ঘোষের নাগরিকত্ব নিয়ে বিতর্কের মাঝে নয়া এই দাবি করল বিজেপি

‘বেদের মেয়ে জোছনা’ ('Beder Meye Josna)  বিজেপিতে যোগ দিয়েছেন। গতকাল বিকেল থেকেই এ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে

Advertisement
Kolkata

বাংলাদেশের নাগরিকদের নিয়ে ভোট পর্বেও বিতর্ক হয়েছিল।

কলকাতা :

‘বেদের মেয়ে জোছনা' ('Beder Meye Josna)  বিজেপিতে যোগ দিয়েছেন। গতকাল বিকেল থেকেই এ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূল থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলি দাবি অঞ্জু ঘোষ  (Anju Ghosh) বাংলাদেশের নাগরিক। তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন  কি করে? বিতর্কের মাঝে এবার আসলে নামল বিজেপি। দলের তরফ থেকে জানানো হল অঞ্জু বাংলাদেশের নাগরিক নন। তিনি ভারতের নাগরিক। তাঁর কাছে ভারতের পাসপোর্ট আছে। শুধু তাই নয় পদ্ম শিবিরের দাবি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে তিনি ভোট পর্যন্ত  দিয়েছেন। বাংলাদেশের নাগরিকদের নিয়ে ভোট পর্বেও বিতর্ক হয়েছিল। 

কলকাতার পর কোচবিহারে খুন তৃণমূল কর্মী, পিটিয়ে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়ালের জন্য প্রচার করতে এসেছিলেন বাংলাদেশের দুই অভিনেতা। এই ঘটনায় নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নিতে পারেনি। তার কারণ নির্বাচন কমিশনের আইনে এ সংক্রান্ত কোনও সুস্পষ্ট নির্দেশ ছিল না। কিন্তু বিজেপি থেকে শুরু করে অন্য রাজনৈতিক দলগুলি এই ঘটনার তীব্র প্রতিবাদ করে।  আসনসোলের  সাংসদ তথা    কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় দাবি করেন আসলে তৃণমূল সংখ্যালঘুদের তোষণ করার উদ্দেশেই বাংলাদেশের অভিনেতাদের প্রচারে নিয়ে এসেছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি বিতর্ক সভায় অংশ নিয়ে বলেন, ‘আইন ভাঙার নয়া নজির গড়েছে তৃণমূল। এবার তারা এমন ভাবে কাজ করেছে যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনও আইন-ই খুঁজে পাওয়া যাচ্ছে না। ' 

Advertisement

পরিবেশ দূষণ রোধে ভারত, রাশিয়া এবং চিন নিজেদের ভূমিকা পালন করেনিঃ ট্রাম্প

 শুধু তাই নয় স্বরাষ্ট্রমন্ত্রক দুই অভিনেতাকে দ্রুত দেশে ফিরে যেতে বলে। তাদের ভিসা বাতিল করে দেওয়া হয় পাকাপাকি ভাবে। পরে অভিনেতারা নিজেদের আচরণের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন প্রচারে যাওয়া অধিকার যে তাঁদের নেই সেটা জানতেন না, বলেই গিয়েছিলেন। এবার বিজেপির বিরুদ্ধে বাংলাদেশি অভিনেত্রীকে দলে নেওয়ার অভিযোগ উঠল। কিন্তু এরই মাঝে নিজেদের বক্তব্য জানাল বঙ্গ বিজেপি। আর তার জেরে চলতি বিতর্ক থেমে  যায় নাকি নতুন কোনও  তথ্য উঠে আসে  সেটাই  এখন দেখার।         

Advertisement

Advertisement