কলকাতা: বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সঙ্ঘের পুজোর এ বছরের থিম বঙ্গাসুর বধ। বঙ্গাসুর আসলে এক কল্পনা। বাংলার মানুষের মনে সব সময় একটা ভয় কাজ করে যে উন্নয়নশীল বাংলায় এই বুঝি হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধল এই বুঝি কোনও সাম্প্রদায়িক শক্তি এসে সোনার বাংলাকে দু’টুকরো করতে চাইল। কিন্তু সেই কালো ভাবনা যাতে কখনও বাস্তব না হয় সেই উদ্দেশ্যেই এই থিম। মণ্ডপে রয়েছে একটা মন্দির ও মসজিদ পাশাপাশি। রয়েছে দাবার ছকও। যা বোঝাচ্ছে আসলে মানুষ দাবার ঘুঁটির মতো হাতের চাল হয়ে গিয়েছে। আর সেই দুর্বলতার সুযোগ নিচ্ছে সাম্প্রদায়িক শক্তিগুলো। খবর বলার মতো করে, বিভিন্ন জায়গায় যে সব এলাকায় রাজনৈতিক অশান্তি বা দাঙ্গা হচ্ছে তা খবরের আকারে রাখা হয়েছে মণ্ডপে।
পুজোর মাধ্যমে দেবী দুর্গাকে বার্তা দেওয়া হচ্ছে মা যাতে এসে কালো অশুভ হাতের বিনাশ করেন। আর মায়ের সেই বিনাশ মূর্তির মধ্যে দিয়েই জেগে উঠুক নতুন প্রাণ। নতুন প্রাণকে বোঝানোর জন্য মণ্ডপে ফুলের ব্যবহার করা হয়েছে। এ ভাবেই সমাজের জন্য বার্তা দিচ্ছে বেহালার এই পুজো।