শিল্পপতি মুকেশ আম্বানি বলেন, অন্যদের পেছনে ফেলে সেরা হয়ে উঠছে বাংলা।
হাইলাইটস
- মমতা বলেন, আমাদের আগে বাংলা ৩৪ বছরের অপশাসন দেখেছে
- অন্যদের পেছনে ফেলে সেরা হয়ে উঠছে বাংলাঃ মুকেশ আম্বানি
- সঞ্জীব গোয়েঙ্কা বলেন বাংলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে
কলকাতা: লোকসভা নির্বাচনের আগে বিশ্ববঙ্গ বাণিজ্য শিল্প সম্মেলনের মঞ্চ থেকে নাম না করে রাজনৈতিক বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে বিজেপি এবং অন্যদিকে সিপিএমকে নিশানা করলেন মমতা। বক্তব্যের শুরুর দিকে তিনি বলেন, "আমাদের আগে বাংলা ৩৪ বছরের অপশাসন দেখেছে। সে সময় ৭৫ মিলিয়ন কর্ম দিবস নষ্ট হয়েছে। এখন আর হয় না। সে সব ভুলে অনেক ক্ষেত্রে আমরা দেশের মধ্যে এক নম্বর হয়েছি। জিএসডিপিতে আমরা এক নম্বর। গ্রামে বাড়ি এবং রাস্তা তৈরিতে আমরা এক নম্বর। যেখানে ভারতে ২ কোটি চাকরি গিয়েছে সেখানে বাংলায় বেকারত্ব কমেছে। বাংলা বিনিয়োগের গন্তব্য। ইতালি জার্মানি সহ ২০ টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। বেঙ্গল মিনস বিজনেজ। বাংলা সম্পর্কে ধ্যান ধারনা বদলেছে"। এরপর বক্তব্য শেষ করার আগে মমতা বলেন, "একমাস পরেই লোকসভা নির্বাচন। এটা রাজ্যের নয় দেশের নির্বাচন। অনকে শিল্পপতি নানা কারণে দেশ ছেড়ে গিয়েছেন। কেন গিয়েছেন সেটা নিয়ে এই মঞ্চে আলোচনা করছি না। কিন্তু এটুকু বলছি সরকারের বদলের পর নতুন শিল্প নীতি হবে। যারা অন্যত্র চলে গিয়েছেন তাঁদের বলছি ফিরে আসুন"। এর পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়নের কথাও বলেন মমতা।
বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে সম্ভবত থাকছেন না কোনও কেন্দ্রীয় মন্ত্রী
তিনি বলেন, রাজ্যের নতুন শিল্প নীতি আছে। বাংলায় বিনিয়োগ করলে বিশ্বের আরও কয়েকটি দেশে পৌঁছে যাওয়া যাবে। এখানে দক্ষতার প্রশিক্ষণ হয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে কর সংগ্রহ বেড়েছ দ্বিগুণ। বাংলার ছেলেমেয়েরা বিশ্বের সব জায়গায় কাজ হয়েছে। এখানে ২৪ ঘণ্টাই বিদ্যুৎ পাওয়া যায়। যোগাযোগ ব্যবস্থা খুব ভাল। গ্রিনফিল্ড এয়ারপোর্ট আছে বাংলায়। মাছ থেকে শুরু করে সবজি উৎপাদন ভাল। সাত বছরে নতুন ২৮ বিশ্ববিদ্যালয়, ৪২ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। ৯ কোটি মানুষকে ২ টাকা কিলো চাল দেওয়া হয়। বিনা খরচে চিকিৎসার ব্যবস্থাও হয়েছে। মমতা বলেন,"কখনও বলবেন না পারব না, হবে না। কাউকে ফেলে রাখা আমাদের কাজ হয় না। দেশের প্রতিটি রাজ্য এগিয়ে গেলে ভাল হয়। কথা কম বলুন, কাজ বেশি করুন"।
‘সংবিধান বাঁচাতে' আজ- কাল জেলায় জেলায় আন্দোলনে তৃণমূল
তাঁর আগে শিল্পপতি মুকেশ আম্বানি বলেন, অন্যদের পেছনে ফেলে সেরা হয়ে উঠছে বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি বলেন, "দিদি গত বছর এই অনুষ্ঠানে এসে আমি বলেছিলাম বাংলা সেরা হয়ে উঠবে এখন সেটাই হচ্ছে"। এরপর নিজের ভাষণে কলকাতাকে সিটি অফ জয় এবং সিটি অফ গোল্ড বলার পাশাপাশি জয় বাংলাও বলেন মুকেশ। সঞ্জীব গোয়েঙ্কা বলেন বাংলা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এখানে আর ধর্মঘট হয় না।