হাসপাতালেই নিরাপদ স্থানে রাখা হবে সেই মৃতদেহ।
হাইলাইটস
- সংক্রমণে মৃতদের পরিবারের জন্য স্বাস্থ্যবিধি শিথিল করল রাজ্য
- বদল হল এসওপি। এবার থেকে শেষ শ্রদ্ধা জানাতে আধঘণ্টা সময় দেওয়া হবে
- হাসপাতালেই নিরাপদ স্থানে থাকবে সেই দেহ। ট্রান্সপারেন্ট ফেসকভারে ঢাকবে মুখ
কলকাতা: করোনা সংক্রমণে (Covid-19 in Bengal) মৃতদের পরিবারের জন্য স্বাস্থ্যবিধি শিথিল করল রাজ্য। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শেষবার বিদায় জানানোর ক্ষেত্রে এসওপি'তে (SOP on Dead Body) বদল আনা হয়েছে। স্বাস্থ্য দফতর হাসপাতালগুলোতে নির্দেশ পাঠিয়েছে; করোনায় রোগী মৃত্যুর একঘণ্টার মধ্যে পরিবারকে খবর দিতে হবে। মৃতদেহের মুখে ট্রান্সপারেন্ট ফেসকভার দিয়ে ঢাকতে হবে। এই মর্মে সংশোধিত এসওপি বিধি পাঠানো হয়েছে বলে খবর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাসপাতাল চত্বরে নিরাপদ স্থানে সেই দেহ রাখতে হবে। সেখানেই আধঘণ্টা সময় পাবেন পরিবারের সদস্যরা শেষবার মৃত মানুষকে শ্রদ্ধা জানাতে।
শনিবার পর্যন্ত রাজ্যে মোট সংক্রমিত ৭৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৩৫ জন। সক্রিয় সংক্রমণ ৪২৩৬। সংক্রমণে মৃত ৩১১ জন আর কো-মর্বিডিটির জেরে মৃত ৭২ জন।
স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এসেছে ভারত। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে মোট আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে আক্রান্ত ২ লক্ষ ৪০ হাজার ৯৭৮ জন। ইতিমধ্যে স্পেন, ইতালি, জার্মানি-সহ একদা করোনার ভরকেন্দ্র থাকা দেশগুলোতে লকডাউন তোলা হয়েছে। এদিকে, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯,৮৮৭ জন, একদিনে ২৯৪ জনের প্রাণ কাড়ল কোভিড- ১৯। সরকারি তথ্য অনুসারে শুক্রবারের তুলনায় করোনা থেকে পুনরুদ্ধারের হারের সামান্য অবনতি হয়েছে। শুক্রবার যেখানে দেশে ৪৮.২৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েও পরে সুস্থ হয়েছেন দেখা যাচ্ছিল সেখানে শনিবার সেই পুনরুদ্ধারের হার কমে এসে দাঁড়িয়েছে ৪৮.২০ শতাংশে। গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪ জনের মৃত্যু হওয়ায় ভারতে এখনও পর্যন্ত করোনা প্রাণ কাড়ল ৬,৬৪২ জনের। জানা গিয়েছে, এদিন সকাল পর্যন্ত সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে ছিল ভারত। সে সময় দেশে করোনা আক্রান্ত ছিলেন ২.৩৫ লক্ষেরও বেশি মানুষ।
কিন্তু বেলা গড়াতেই চিত্র বদলাতে শুরু করে। ফের ৬ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণের চিহ্ন মেলে। ফলে একধাক্কায় সংক্রমিত দেশের তালিকায় ৬ নম্বর থেকে ৫ নম্বরে উঠ আসে। মাত্র এক সপ্তাহ আগেই ভারত, চিনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এই কদিনেই দেশ পৌঁছে গেল ৫ নম্বরে। জানা গিয়েছে, দেশে মোট এক লক্ষ সক্রিয় সংক্রমণ। গত একসপ্তাহ ধরেই গড়ে ৮ থেকে ৯ হাজার সংক্রমণের খবর মিলছে।