This Article is From Jul 11, 2018

বাণিজ্যের সুবিধার সূচকে দেশের মধ্যে প্রথম দশে রয়েছে বাংলা, শীর্ষে অন্ধ্র

2016 সালের 47 শতাংশ থেকে দিল্লির স্কোর কমে গিয়ে 33.99 শতাংশ হয়ে গিয়েছে। এই বছরের তালিকায় 23-তম স্থানে রয়েছে। তালিকায় পশ্চিমবঙ্গ পেয়েছে দশম স্থান

বাণিজ্যের সুবিধার সূচকে দেশের মধ্যে প্রথম দশে রয়েছে বাংলা, শীর্ষে অন্ধ্র
কলকাতা:

গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হল দেশের রাজ্যগুলির মধ্যে বাণিজ্যের সুবিধার ভিত্তিতে তৈরি সূচক।

ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন ও বিশ্বব্যাঙ্কের যৌথ সহায়তায় প্রস্তুত এই সূচক অনুযায়ী শীর্ষে রয়েছে অন্ধ্রপ্রদেশ। তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা। তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা।

ঝাড়খন্ড এবং গুজরাট যথাক্রমে রয়েছে চতুর্থ ও পঞ্চম স্থানে।

বাণিজ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, বাণিজ্য সংস্কার কার্য পরিকল্পনা’র অধীনে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।

“এই কাজের মূল লক্ষ্য হল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক প্রক্রিয়ার সঠিক পদ্ধতিতে বন্টন এবং দক্ষ, কার্যকর ও স্বচ্ছ পদ্ধতিতে কাজ করা”, বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে এই কথা জানানো হয়।

সংস্কার প্রমাণের ক্ষেত্রে 100 শতাংশ স্কোর করেছে ঝাড়খন্ড ও তেলেঙ্গানা।

এই বছরের তালিকায় থাকা প্রথম পাঁচটি রাজ্য, বাণিজ্যক্ষেত্রে ভারতের পরিচিত কয়েকটি রাজ্য গুজরাট, তামিলনাড়ু ও মহারাষ্ট্রকে পিছনে ফেলে দিয়েছে।

সংস্কার প্রমাণের স্কোর 97.29 শতাংশ ও প্রতিক্রিয়া স্কোর 50.29 শতাংশ করে মহারাষ্ট্র তালিকায় 13 নম্বরে রয়েছে।

সংস্কার প্রমাণের স্কোর 95.93 শতাংশ ও প্রতিক্রিয়া স্কোর 43.90 শতাংশ করে তামিলনাড়ু তালিকায় 15 নম্বরে রয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলির মধ্যে আসাম ছাড়া বাকি রাজ্যগুলি আগের মতোই তালিকার শেষের দিকেই রয়েছে।

2016 সালের 47 শতাংশ থেকে দিল্লির স্কোর কমে গিয়ে 33.99 শতাংশ হয়ে গিয়েছে। এই বছরের তালিকায় 23-তম স্থানে রয়েছে। তালিকায় পশ্চিমবঙ্গ পেয়েছে দশম স্থান ।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.