This Article is From Jul 26, 2018

রাজ্যের নতুন নাম 'বাংলা', বিল পাশ হয়ে গেল বিধানসভায়

রাজ্যের নাম পরিবর্তনের বিল অবশেষে পাশ হয়ে গেল বিধানসভায়। পশ্চিমবঙ্গের সরকারি নাম এবার থেকে শুধুই ‘বাংলা’।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

1999 সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে।

কলকাতা:

রাজ্যের নাম পরিবর্তনের বিল অবশেষে পাশ হয়ে গেল বিধানসভায়। পশ্চিমবঙ্গের সরকারি নাম এবার থেকে শুধুই ‘বাংলা’। যদিও রাজ্যের এই নাম পরিবর্তন এখন কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায়। হিন্দি, বাংলা এবং ইংরেজি- এই তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে বাংলা।

রাজ্যে নাম পরিবর্তনের বিষয়ে দু’বছর আগে পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 সালে। তিনি বলেছিলেন, বাংলা’তে রাজ্যের নাম হোক ‘বাংলা’। হিন্দিতে হোক ‘বঙ্গাল’ এবং ইংরেজিতে হোক ‘বেঙ্গল’। সেই প্রস্তাব কেন্দ্রের কাছেও দেওয়া হয়েছিল। কেন্দ্র থেকে ওই সময় পরামর্শ দেওয়া হয় যে কোনও একটি নাম রাখার।

আজ থেকে উনিশ বছর আগে 1999 সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে।

Advertisement

সমস্ত রাজ্য সরকারের তালিকায় পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ ইংরেজি ‘ডব্লিউ’ দিয়ে শুরু হওয়ার কারণে একেবারে শেষের দিকে থাকে বলে রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব দিয়েছিলেন মমতা।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement