This Article is From Nov 26, 2018

রাস্তায় জঞ্জাল ফেললে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, বিল পাশ হয়ে গেল বিধানসভায়

সোমবার রাজ্য বিধানসভাতে একটি বিল পাশ হয়ে গেল। যার ফলে এবার থেকে রাজ্যের সমস্ত পুরসভার হাতে সেই ক্ষমতা চলে এল যা ব্যবহার করে তারা রাস্তায় জঞ্জাল ফেললে ১ লক্ষ টাকা অবধি জরিমানা নিতে পারবে৷ 

রাস্তায় জঞ্জাল ফেললে ১ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, বিল পাশ হয়ে গেল বিধানসভায়

রাস্তায় জঞ্জাল ফেললে ১ লক্ষ টাকা অবধি জরিমানা নিতে পারবে

কলকাতা:

সোমবার রাজ্য বিধানসভাতে একটি বিল পাশ হয়ে গেল। যার ফলে এবার থেকে রাজ্যের সমস্ত পুরসভার হাতে সেই ক্ষমতা চলে এল যা ব্যবহার করে তারা রাস্তায় জঞ্জাল ফেললে ১ লক্ষ টাকা অবধি জরিমানা নিতে পারবে৷  পশ্চিমবঙ্গ মিউসিপ্যাল (দ্বিতীয় সংশোধন) বিল, ২০১৮-তেও রাখা হল এমন এক নিয়ম, যার ফলে রাস্তায় কোনও কঠিন বর্জ্য ফেললে জরিমানা হতে পারে ৫০,০০০ টাকা পর্যন্ত। 

ব্লগঃ টেলিফোন বুথের দিনকাল ও শ্যামল কাকা


পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ বিধানসভায় জানান, এই দুই ক্ষেত্রেই জরিমানার পরিমাণ বৃদ্ধি পেয়েছে মানুষের মনে সচেতনতা গড়ে তোলার জন্য। 


এক গাঙ্গেয় সন্ধ্যার বিষণ্ণ রূপকথা

"সচেতনতা বৃদ্ধির জন্য বহু অনুষ্ঠানের আয়োজন করেছে পুরসভা। কিছুতেই কাজ হয়নি। কিন্তু এটা যেভাবেই হোক, থামাতেই হবে। যে কারণে আমরা জরিমানার পরিমাণ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জরিমানা নেওয়াটা নয়, আমাদের উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি করা", বলেন ফিরহাদ হাকিম।

.