স্বচ্ছতা অভিযানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর 68 তম জন্মদিন পালন করল বিজেপির রাজ্য শাখা।
কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করল রাজ্য বিজেপি। স্বচ্ছতা অভিযানের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর 68 তম জন্মদিন পালন করল বিজেপির রাজ্য শাখা। দলের কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছন এদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় তাঁরা স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছিলেন। তাছাড়া মোদী সরকার যে সমস্ত কাজ করেছে সেগুলিও তুলে ধরা হয়েছে।
মাত্র কয়েক দিন আগে এ রাজ্যে নিজেদের ভূমিকা বদলের ইঙ্গিত দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন রাজ্যে এতদিন আমরা ছিলাম সঞ্জয়ের ভূমিকায়। কিন্তু এবার আমাদের অর্জুনের ভূমিকা নেওয়ার সময় এসে গিয়েছে। আর সে মতো রাজ্যের বেশিরভাগ লোকসভা আসন জিততে চান তাঁরা। আপাতত 25 টি এমন আসনকে সামনে রেখেই লড়াই শুরু করেছে বিজেপি। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে প্রচারের সুযোগকে হাতছাড়া করতে রাজি নয় বিজেপি। এরই মধ্যে দলের প্রতিটি ইউনিটকে কয়েকটি নির্দিষ্ট কাজ দেওয়া হয়েছে। সেগুলি শেষ করতে হবে পুজোর আগেই। আর তারপর শুরু হবে রথযাত্রা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বের হবে এই যাত্রা। সেটিরও মূল লক্ষ্য মোদী সরকারের কাজের খতিয়ান তুলে ধরা। বিখ্যাত মানুষদের কথা মনে রেখে রথগুলির নাম দেওয়া হবে। রথের সামনে রাখা থাকবে বড় এলইডি স্ক্রীন।