স্মরণ সভায় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ।
কলকাতা: প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারি বাজপেয়ীর স্মরণ সভায় উপস্থিত থাকতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল রাজ্য বিজেপি। দলের কয়েকজন নেতা সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে কার্ড দিতে যান। তবে সে সময় তিনি বাড়িতে ছিলেন না। এর আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু্, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির মতো বিরোধী নেতাদের ওই স্মরণসভায় থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিজেপি।
এবার আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী। তবে তিনি ওই সভায় যাবেন কিনা তা স্পষ্ট নয়। দলের তরফ থেকে সরকারি ভাবে কিছু জানানো না হলেও সূত্রের খবর ওই সভায় মুখ্যমন্ত্রী থাকছেন না। এদিকে স্মরণ সভা ঘিরে ইতিমধ্যেই সৌজন্যের ছবি দেখা গিয়েছে। এ মাসের শেষে মহাজাতি সদনে সভাটি হতে চলেছে। সৌজন্য দেখিয়ে হল ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে টাকা দিয়ে হল ভাড়া করেছিল বিজেপি। সেই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার মঞ্চে তিনি বা অন্য কোনও তৃণমূলনেতা উপস্থিত থাকেন কিনা সেটাই দেখার।