This Article is From Nov 14, 2018

কৃষকদের দাবি নিয়ে 20 নভেম্বর কলকাতায় মিছিল করছে বিজেপি

মাত্র কয়েক দিন আগেই শিক্ষকদের দাবি নিয়ে সোচ্চার হয়েছিল  শিক্ষা সেল। এর  পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজও  তুলে  ধরতে চাইছে  বিজেপি

কৃষকদের দাবি নিয়ে  20 নভেম্বর কলকাতায় মিছিল করছে বিজেপি

বিজেপির দাবি রাজ্য সরকার কৃষকদের সমস্যা সমাধান করতে  উদাসিন।

হাইলাইটস

  • 20 তারিখ বিধানসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপির কৃষক সংগঠন
  • রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসবেন বলে জানা গিয়েছে
  • আসার কথা বিজেপির কৃষক সংগঠনের সর্বভারতীয় নেতা বীরেন্দ্র সিংয়েরও
কলকাতা:

লোকসভা  নির্বাচনের আগে  তৃণমূলের উপরে চাপ  আরও বাড়াতে  চাইছে  বিজেপি। আর তাই এবার কৃষকদের দাবি  নিয়ে পথে নামছে তারা। এ মাসের 20  তারিখ  বিধানসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপির কৃষক সংগঠন। সভাপতি রামকৃষ্ণ পাল  মঙ্গলবার সাংবাদিকদের এই অভিযানের কথা জানিয়েছেন। তাঁর কথায় রাজ্য সরকার কৃষকদের সমস্যা সমাধান করতে  উদাসিন।

আমরা  ইতিমধ্যে  রাজ্য প্রশাসন কৃষকদের সমস্যার কথা  জানিয়েছি। বিডিও আফিসে স্মারক লিপিও  জমা  দিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আর তাই পথে নামার  সিদ্ধান্ত  নিয়েছি আমরা। কর্মসূচিতে  যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা আসবেন বলে জানা  গিয়েছে। একই  সঙ্গে  রাজ্য  বিজেপি  সভাপতি দিলীপ  ঘোষও  থাকবেন মিছিলে। আসার কথা  বিজেপির কৃষক  সংগঠনের সর্বভারতীয় নেতা বীরেন্দ্র সিংয়েরও।

রথযাত্রার অনুমতি না পেলে আদালতে যাচ্ছে বিজেপি, দাবি দিলীপ ঘোষের

শুধু কৃষক নয় আদতে বিভিন্ন  ধরনের কাজের সঙ্গে  যুক্ত  মানুষদের সমস্যার কথা  বলে সংগঠন বাড়াতে  চাইছে  বিজেপি। মাত্র কয়েক দিন আগেই শিক্ষকদের দাবি নিয়ে সোচ্চার হয়েছিল  শিক্ষা সেল। এর  পাশাপাশি কেন্দ্রীয় সরকারের উন্নয়ন মূলক কাজও  তুলে  ধরতে চাইছে  বিজেপি। এ ব্যাপারে  সংখ্যালঘু  উন্নয়নকে  বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। গত চার  বছরে মোদী  সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের জন্য কী করেছ সেটা  তুলে ধরার কাজ  শুরু হয়েছে। তিন তালাক প্রথার অবসান থেকে শুরু করে আরও কয়েকটি  বিষয়কে সামনে  রেখেই হচ্ছে  গোটা ব্যাপারটা। বঙ্গ বিজেপির সংখ্যালঘু সংগঠনের নেতারা জানিয়েছেন, তিন তালাক প্রথার অবসান ঘটাতে দেশের প্রধানমন্ত্রী যে ভূমিকা নিয়েছেন তা তুলে ধরা হবে। পাশাপাশি অন্য উন্নয়ন মূলক কাজের কথাও বলা হবে।

                                                      



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.