This Article is From Oct 18, 2018

বাংলায় মহাসপ্তমীর উদযাপন

হিন্দু পুরাণ অনুসারে চন্দ্রের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠীতে দেবী দুর্গা মর্ত্যে আসেন। এবং দশমীতে ফিরে যান। এই দিনটি দশেহরা হিসাবেও পালিত হয়।

বাংলায় মহাসপ্তমীর উদযাপন
কলকাতা:

দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে। আজ মঙ্গলবার মহাসপ্তমী, পুজোর দ্বিতীয় দিন। অগণিত দর্শনার্থীর ঢল নেমেছে রাস্তায়। তারা ঘুরছেন মণ্ডপ থেকে মণ্ডপ। গোটা পশ্চিমবাংলা জুড়ে এখন এই চিত্রই সর্বত্র। সকালে ঢাকের তালে কলা বউকে স্নান করানো হয়ে গিয়েছে। তারপরে শাড়ি পরে তিনি গণেশের পাশে অধিষ্ঠিত। প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে অসুরনাশিনী দেবীকে আহ্বানও করা হয়ে গিয়েছে। মহিষাসুরকে দমন করে তিনি হয়ে উঠেছেন মহিষমর্দিনী। সকালে ভক্তবৃন্দ উপবাসে থেকে মায়ের অঞ্জলি দিয়ে তার পরে প্রসাদ গ্রহণ করেছেন সর্বত্র।

অশুভ বিনাশ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মণ্ডপে

দেখুন ভিডিও:

শুধু বাংলাতেই নয়, দেশের অন্য রাজ্যে এমনকি বিদেশেও পুজোর কটা দিন কাঁধে কাঁধ মিলিয়ে চলছে উদযাপন। আজ মহাসপ্তমী অর্থাৎ চন্দ্রের সপ্তম দিন। সকলেই পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন। ফুটপাথ থেকে রেস্তোরাঁয় খাওয়ার স্টলে বড় লাইন। লোকজন কিন্তু ধৈর্ষ ধরেই দাঁড়িয়ে রয়েছে। এমনকি অল্পবিস্তর বৃষ্টিও পুজো স্পিরিটকে দমাতে পারেনি।

দেখুন ভিডিও:

পাঁচ দিনের এই উৎসবে ট্র্যাফিক ব্যবস্থা কিঞ্চিত ধাক্কা খায় ঠিকই। কিন্তু জনজোয়ার তো বছরে এই একবারই নামে রাস্তায়। উত্তর কলকাতার হাটখোলার দত্ত বাড়ি, শোভাবাজারের দেব বাড়ির পুজো, দক্ষিণে মল্লিক বাড়ি, ভবানীপুরের বাড়ির পুজোয় ভিড়ের ঢল নেমেছে।

হিন্দু পুরাণ অনুসারে চন্দ্রের ষষ্ঠ দিন অর্থাৎ ষষ্ঠীতে দেবী দুর্গা মর্ত্যে আসেন। এবং দশমীতে ফিরে যান। এই দিনটি দশেহরা হিসাবেও পালিত হয়।

ঐতিহ্য অনুসারে প্রতিটি মণ্ডপেই মহিষাসুরকে দমন করছেন দেবী এমন মূর্তি দেখা যায়। দেবী সিংহবাহিনী এবং তার দশ হাতে দশটি অস্ত্র থাকে।

দেখুন বিদেশের পুজোর ভিডিও:

.