ধৃতদের মধ্যে দজনের বাড়ি উত্তর প্রদেশে ।
কলকাতা: জলপাইগুড়ি থেকে চুরি যাওয়া 14টি ট্রাক উদ্ধার করল সিআইডি। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতারও করা হয়। রাজ্য গোয়েন্দা সংস্থার তরফে শুক্রবার এই কথা জানানো হয়েছে।
ডিআইজি সিআইডি নিশাদ পারভেজ জানান ওই সমস্ত ট্রাকের চেসিস নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বিকৃত করার চেষ্টা হয়। একদিন আগে ধূপগুড়ি এলাকায় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এই আটটি ট্রাকের সন্ধান পাওয়া যায়। আর তখনই গ্রেফতার হয় তিন জন। তার মধ্যে দুজনের বাড়ি উত্তর প্রদেশের গাজিয়াবাদে। পুলিশ জানিয়েছে গাজিয়াবাদ থেকে আসা সানওয়ার মহম্মদ এবং মানসাফ মহম্মদকে ট্রাক চুরির কাজে সাহায্য করত দুলাল সরকার নামে এক ব্যক্তি। এই তিনজনকে জেরা করে আরও ছয়টি ট্রাক উদ্ধার হয়েছে। কিন্ত এই চক্রের মাস্টার মাইন্ড মহম্মদ হানিফকে ধরা সম্ভব হয়নি। তার খোঁজে তল্লাশি চলছে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)