This Article is From May 02, 2020

"মহারাজা তোমারে সেলাম!" টুইট করে সত্যজিৎ-স্মরণ মুখ্যমন্ত্রীর

২০২১-এ সত্যজিত রায়ের জন্মশতবর্ষ, ১৯২১ সালে ২ মে জন্মগগ্রহণ করেছিলেন সত্যজিত রায়। তাঁর বাবা বিখ্যাত কৌতুক-সাহিত্যিক সুকুমার রায়

(ফাইল ছবি)

কলকাতা:

শনিবার ৯৯ বছরে পা দিলেন প্রয়াত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় (Satyajit Ray)।জন্মদিনে তাঁকে স্মরণ করে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০২১-এ সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ (Birth Centenary)। সেই শতবর্ষ উদযাপনে এখন থেকেই প্রস্তুতি সেরে নিয়েছেন সিনে-প্রেমীরা। এদিকে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিবসে তাঁকে সশ্রদ্ধ প্রণাম জানাই। মহারাজা তোমারে সেলাম।" ১৯২১ সালে ২ মে জন্মগগ্রহণ করেছিলেন সত্যজিত রায়। তাঁর বাবা বিখ্যাত কৌতুক -সাহিত্যিক সুকুমার রায়। ঠাকুরদা সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী।১৯৯২ সালে তাঁকে অস্কারের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে ভূষিত করা হয়। শয্যাশায়ী অবস্থায় সেই পুরস্কার গ্রহণ করেন তিনি। অপু ট্রিলজি-সহ একাধিক ছবি বানিয়েছেন তিনি। পরিচালক হিসেবে সত্যজিৎ রায়, একাধারে উত্তম কুমার ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন। এদিকে, প্রস্তুতি চলছিল গত বছর থেকেই। সেই মতো হচ্ছিল আয়োজনও। কিন্তু বছর ঘুরতেই বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক।বাদ নেই ভারতেও।

৫১ বছরে পা দিলেন ব্রায়ান লারা, তাঁর ইনিংসকে মনে করেই শুভেচ্ছা আইসিসি-র

তাতেও এক ফোঁটা বিচলিত নন দ্য সস্ ব্র্যান্ড কমিউনিকেশনস-এর কর্তাব্যক্তিরা। প্রতি বছরের মতো এ-বছরও তাঁরা মেতেছেন ‘ইস্কুলে বায়োস্কোপ' (Iskoole Bioscope) নিয়ে। এবছর সংস্থার বিশেষ আয়োজন, 'মহারাজা শতবর্ষে তোমারে সেলাম।' কারণ, এবছর দেশের গর্ব, বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধি অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ । এ-বছরের ২ মে-তে তাই সাজো সাজো রব কিংবদন্তি পরিচালকের জন্মস্থান শহর কলকাতায়। সেই কথা মাথায় রেখে ‘ইস্কুলে বায়োস্কোপ' শুরু হতে চলেছে ৪ মে থেকে।

'মসনদে বসে না থেকে পথে নামুন মোদিজি', সময়সীমা বাড়তেই তোপ অনুরাগের

তবে, করোনা আতঙ্কের জেরে স্কুল বন্ধ থাকায় কর্ণধার কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, "প্রতি বছর আমাদের এই অভিনব শিশু চলচ্চিত্র উৎসবটি হয় জুন-জুলাই মাসে। কিন্তু এ-বছর আমরা মে মাসেই শুরু করে দিতে চাইছি, তার একটাই কারণ, সত্যজিৎ রায়।" কৌশিক আরও জানান, "ইতিমধ্যেই আমরা গোটা বিশ্বের মানুষের কাছে ই-মেল ও হোয়াটসঅ্যাপ মারফৎ পাঁচটি প্রশ্ন পাঠিয়েছি। সেই প্রশ্নগুলির মাধ্যমে সত্যজিৎ রায় সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ধারণা আমরা একত্রিত করতে পারব। এবং সেগুলো দিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করব যার নাম হবে 'মহারাজা তোমারে শতবর্ষের সেলাম'। খুব সম্ভবত, এটিই হতে চলেছে সত্যজিৎ রায়ের ওপর নির্মিত প্রথম ক্রাউড-সোর্সড তথ্যচিত্র।"



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.