This Article is From Jun 03, 2020

পরিযায়ী শ্রমিকদের পিএম কেয়ার থেকে দশ হাজার টাকা অনুদান দেওয়া হোক: মুখ্যমন্ত্রী

সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

পরিযায়ী শ্রমিকদের পিএম কেয়ার থেকে দশ হাজার টাকা অনুদান দেওয়া হোক: মুখ্যমন্ত্রী
কলকাতা:

ঘূর্ণিঝড় আমফানের (Amphan Cyclone) ফলে অনেক নৌকো ভেঙে গিয়েছে। তাই মৎস্য দফতর থেকে ছোট নৌকোর ক্ষেত্রে ১০ হাজার টাক করে সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। "আমফানের ফলে সুন্দরবনের অনেক ক্ষয়ও হয়েছে। সুন্দরবনে ৫ কোটি ম্যানগ্রোভ লাগানোর পরিকল্পনা করছি", এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, বুধবার মুখ্যমন্ত্রী (CM Mamata) একটি ফেসবুক পোস্ট করেছেন। সেই পোস্টে উল্লেখ, "বাংলার মানুষ পরপর দুর্যোগের জেরে চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন। আমার কেন্দ্রের কাছে আবেদন পরিযায়ী শ্রমিকদের পরিবার পিছু ১০ হাজার টাকা এককালীন অনুদান দেওয়া হোক। পিএম কেয়ার (PM Care Fund) ফান্ড থেকে এই অনুদান দিক কেন্দ্র। অসংগঠিত ক্ষেত্রের যাঁরা শ্রমিক তাঁদেরও সহযোগিতা করা হোক।"

.