গত ২৪ ঘণ্টায় দেশে ২,০০০ এরও বেশি মানুষের মৃত্যু হল করোনা ভাইরাসে (প্রতীকী ছবি)
কলকাতা: রাজ্যে (Covid-19 in Bengal) গত ২৪ ঘণ্টায় মোট মৃত ১১। এই সংখ্যা ধরলে রাজ্য মৃত বেড়ে ৫০৬। একদিনে সংক্রমিত ৩৯১ জন (Cases in 24 hours)। মোট সংক্রমিত ১২, ৩০০ জন। নবান্ন সূত্রে খবর, শুধু সংক্রমিত বা মৃত নয়, বেড়েছে সুস্থ হয়ে বাড়ি ফেরার হার। রাজ্যে এখন সুস্থতার হার ৫৩.১১%। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৫ জন। মোট সুস্থ হয়েছেন ৬৫৩৩। এদিকে কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৪৩, মৃত ৭। জানা গিয়েছে, রাজ্যে মোট সক্রিয় সংক্রমণ ৫২৬১। মোট ৯২২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। মোট ৩,৬০,৯৭৬ জনের নমুনা পরীক্ষা (Total sample tested) হয়েছে। একদিনে কলকাতায় সংক্রমিত ১৪২ জন। দুই ২৪ পরগনায় ৪৬ ও ২২ জন। আর আলিপুরদুয়ারের ২৮ এবং হাওড়ায় ৭৩ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ২,০০০ এরও বেশি মানুষের মৃত্যু হল করোনা ভাইরাসে। এই প্রথম ভারতে একসঙ্গে এতজনের প্রাণ কাড়ল কোভিড- ১৯ । রাজ্যগুলো তাদের করোনা ভাইরাস সংক্রান্ত পরিসংখ্যান আপডেট করার পরেই এই তথ্য সামনে এল। সারা দেশে এখনও পর্যন্ত মোট ৩,৫৪,০৬৫ জন আক্রান্ত হয়েছেন এই মারণ ভাইরাসে, তবে তার মধ্যে চিকিৎসা সহায়তায় সুস্থ হয়েছেন ১,৮৬,৯৩৫ জন। করোনার আক্রমণে এদেশে মারা গেছে ১১,৯০৩ জন মানুষ। দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য হল মহারাষ্ট্র। মঙ্গলবার ওই রাজ্য এবং তার রাজধানী মুম্বইয়ে যেন আরও দ্রুতগতিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। একদিনের মধ্যে সেখানে আরও ১,৩২৮ জনের শরীরে বাসা বেঁধেছে ওই সংক্রামক রোগ। শুধু মুম্বইতেই মোট মৃতের সংখ্যা ৩,১৬৭ জন। যা দেশের সব রাজ্যের নিরিখে এখনও পর্যন্ত একটি রেকর্ড। আর গোটা মহারাষ্ট্রে করোনার কবলে পড়ে মারা গেছে মোট ৫,৫৩৭ জন, শুধু মঙ্গলবারই সেরাজ্যে মৃত্যু হয়েছে আরও ৮১ জনের।