সৌর শক্তি প্রকল্পের প্রস্তাব বাস্তবায়নে আগ্রহী রাজ্য সরকার।
কলকাতা: ৮০০ মেগাওয়াট সৌর শক্তি প্রকল্পের (Solar Power Project) প্রস্তাব রাজ্যে। একটি বেসরকারি সংস্থার তরফে এই প্রস্তাব এসেছে রাজ্যের কাছে। শনিবার, সিআইআই আয়োজিত দশম এনার্জি কনক্লেভে (10th Energy Conclave'') জানান রাজ্যের শক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শোভদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)। প্রস্তাবটি তিন হাজার কোটি টাকার বলে জানানো হয়েছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষ কর্ম সংস্থানেরও সুযোগ রয়েছে। সৌর শক্তি প্রকল্পের প্রস্তাব বাস্তবায়নে আগ্রহী রাজ্য সরকার। মন্ত্রীর কথায়, পাওয়ার পার্চেস এগ্রিমেন্টের (PPA) আবেদন করা হয়েছে সংস্থার তরফে। এই চুক্তির ভিত্তিতেই ব্যঙ্কগুলোর থেকে লোন নিয়ে প্রকল্প রূপায়ণ সহজ হবে। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই প্রকল্পের জন্য জমি ওই সংস্থার কাছেই রয়েছে। তাদের পক্ষ থেকে সরকারের কাছে জমির দাবি জানানো হয়নি।'
অনেকদিন ধরেই এলাকার মানুষের প্রতিবাদে আটকে পুরুলিয়ার তুর্গা বাঁধ প্রকল্প। তুর্গা বাঁধ প্রকল্প নিয়ে সেখানকার মানুষের অন্যতম মূল দাবি ওই এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ দিতে হবে। যা প্রস্তাবিত সৌর প্রকল্পের মাধ্যমে সম্ভব নয় বলে জানিয়েছেন বিদ্যৎ মন্ত্রী। বাঁধের কাছে ব্যহৃত ১২০০ মেগাওয়াটের পাম্প জমি জটে আটকে গিয়েছে বলেও জানান মন্ত্রী।
রাজ্য সরকারি এক আমলার কথায়, পরিবেশদূষণ রোধে সরকার বৈদ্যুতিন বাস ব্যবহারের বিবেচনা করেছে। এই ধরণের প্রকল্পের মাধ্যমে যানড়বাহনের চার্জিং সেন্টার চলতে পারে কিনা তা দেখা হচ্ছে। FAME-এর আওতায় রাজ্য ৫০০ বৈদ্যুতিন বাস রাস্তায় নামাবে। ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে।