This Article is From Jun 13, 2018

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক লক্ষের প্রতারণা বাঙালি মহিলার সঙ্গে, গ্রেফতার 3 নাইজেরিয়ান

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক বাঙালি মহিলার থেকে 8 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নয়ডার তিন বিদেশী নাগরিককে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

চন্দননগর পুলিশ কমিশনারের একটি দল ওই তিনজনকে পাকড়াও করে

কলকাতা: বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক বাঙালি মহিলার থেকে 8 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নয়ডার তিন বিদেশী নাগরিককে মঙ্গলবার গ্রেফতার করল পুলিশ।

“আমরা এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিন নাইজেরিয়ানকে আটক করেছি। গত রবিবার নয়ডা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারপর আদালতে তোলার পর সোমবার নিয়ে আসা হয় কলকাতায়। মঙ্গলবার তাদের স্থানীয় আদালতে তোলা হয়”। বলেন এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক।

সপ্তাহখানেকের নিরলস চেষ্টার পর চন্দননগর পুলিশ কমিশনারের একটি দল নয়ডা পুলিশের সাহায্যে অভিযুক্তদের পাকড়াও করতে সমর্থ হয়।

পুলিশের বয়ান অনুযায়ী, হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা 22 বছরের ওই তরুণী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় একটি ম্যাট্রিমোনিয়াল সাইটের সৌজন্যে সম্ভাব্য পাত্রটির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই তরুণীর সঙ্গে দেখা করার পর থেকেই নিজেকে প্রবাসী হিসাবে পরিচয় দেওয়া ওই লোকটি তরুণীর মনটি জিতে নিয়ে ফোনে কথাবার্তা শুরু করে।

Advertisement
ওই তরুণী এপ্রিল মাসের মাঝামাঝি উত্তরপাড়া থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন।

নয়ডার একটি এটিএমের সিসিটিভি ফুটেজ দেখে ওই তিন নাইজেরিয়ানকে গ্রেফতার করা হয়।

Advertisement

(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
Advertisement