বেনোজির সংঘাতে জড়িয়ে পড়ে কলকাতা পুলিশ এবং সিবিআই।
হাইলাইটস
- আজ থেকে শুরু হচ্ছে এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন
- রাজ্যের সঙ্গে সংঘাতের জেরে কেন্দ্রীয় মন্ত্রীদের অনুপস্থিতি সম্ভবনা
- এক সময় উপস্থিত থেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, নিতিন গড়করি
কলকাতা: আজ থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। তাতে সম্ভবত কোনও কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন না। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সাম্প্রতিক সংঘাতের জেরেই মোদী সরকারের কোনও সদস্যকে দেখা যাচ্ছে না বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুকেশ আম্বানি। এই অনুষ্ঠানে এক সময় উপস্থিত থেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি, সুরেশ প্রভুর মতো ব্যক্তিত্বরা। এবার সেখানে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকেই পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।
কোনও মহিলা কুমারী কিনা তা জানতে পরীক্ষা করলে শাস্তি হবে দেশের এই রাজ্যে
বেনোজির সংঘাতে জড়িয়ে পড়ে কলকাতা পুলিশ এবং সিবিআই। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গিয়ে আটক হন সিবিআইয়ের আধিকারিকরা। সিবিআই যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব জানান তারা রাজীব কুমার কে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন সন্তোষজনক উত্তর না দিলে বা তদন্তে সাহায্য না করলে তাকে গ্রেফতার করা হত বলেও তিনি জানান। যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছিল কলকাতার কমিশনারকে সিবিআই জেরা করতেই পারে না। এরপরই ধর্না শুরু করেন মুখ্যমন্ত্রী। তিনদিনের মাথায় ধর্না প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর রাজনৈতিক মহলের ধারনা হয়েছিল ধর্না প্রত্যাহার করে নেবেন। সেই মতোই ধর্না তুলে নিলেন মমতা। তিনি বলেন, ১৩ এবং ১৪ তারিখ দিল্লিতে ধর্না হবে। সংবিধান এবং গণতন্ত্র রক্ষা করতে ধর্না করেছিল বলে তিনি জানান। তাঁর পাশে ছিলেন চন্দ্রবাবু নায়ডু। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রীরা রাজ্য সরকারের অনুষ্ঠানে থাকছেন না বলে খবর। অন্যদিকে প্রথম থেকেই এই সম্মেলনের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাদের দাবি এখান থেকে লাভের লাভ কিছু হয় না।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)