রাজ্যে একটি কর্মদিবসও নষ্ট হয় না এখন, জানালেন মমতা।
কলকাতা: লোকসভা নির্বাচনে কেন্দ্রে পরিবর্তন এলে যে শিল্পনীতিতেও বদল আসবে, তা বৃহস্পতিবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “লোকসভা নির্বাচনে পর কেন্দ্রে বদল এলে নতুন শিল্পনীতির কথাও ঘোষণা করা হবে। বহু শিল্পপতি ভারত ছেড়ে চলে গিয়েছেন। আমি তাঁদের আমাদের দেশে এসে শিল্পে বিনিয়োগ করার জন্য অনুরোধ করব”। পঞ্চম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দঁড়িয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার থেকে রাজারহাটের নিউটাউনে শুরু হয় বাণিজ্য সম্মেলন।শুক্রবার শেষ হল রাজ্যের পঞ্চম শিল্প সম্মেলন। ৩৪ বছরের বাম ‘অপশাসন' থেকে রাজ্যকে ‘মুক্ত' করার পর এখন এই রাজ্যে একটি কর্মদিবসও আর নষ্ট হয় না বলে দাবি করেন মমতা।
এবারের সামিট থেকে ২.৮৪ লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে রাজ্য: মমতা
তাঁর কথায়, "দক্ষ ও প্রতিভাবান কর্মীদের অভাব নেই দেশে। ভূমি-নীতি রয়েছে, আইটি, চা বাগান, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী সকলেই আছেন এই রাজ্যে"।
এই সম্মেলনে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলের মত শিল্পপতিরাও। যদিও কেন্দ্র থেকে কোনও প্রতিনিধি এই সম্মেলনে যোগ দেননি।
গ্লোবাল বিজনেস সামিট: রাজ্যে বিনিয়োগের পরিকল্পনা পেপসিকোর
মমতা জানান, "বাংলা এমন এক রাজ্য যেখানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে। কোনও ভেদাভেদ ছাড়াই এখানে সব ধর্ম সব জাত ও বর্ণের মানুষ বসবাস করেন"।