আজ শুরু হয়েছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন।
হাইলাইটস
- পশ্চিমবঙ্গে আরও 10 হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানালেন রিলায়েন্স
- মুকেশ বলেন এখন এ রাজ্যে তার সংস্থা 28 হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে
- সেই পরিমাণ আরও 10 হাজার কোটি টাকা. বাড়ানো হবেঃ মূকেশ
কলকাতা: পশ্চিমবঙ্গে আরও ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানালেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি। রাজ্যের শিল্প-বাণিজ্য সম্মেলনে অংশ নিয়ে বৃহস্পতিবার মুকেশ বলেন "এখন এ রাজ্যে তাঁর সংস্থা ২৮ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। সেই পরিমাণ আরও ১০ হাজার কোটি টাকা. বাড়ানো হবে"। পাশাপাশি রাজ্যের উন্নয়নের প্রশংসা করেন তিনি। মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে মুকেশ বলেন, "গত বছর এই মঞ্চ থেকেই বলেছিলাম বাংলা এক নম্বরে যাবে। কোন সেই কথাই বাস্তবায়িত হতে দেখা যাচ্ছে"। এর পাশাপাশি নিজের বক্তব্যে কলকাতাকে সিটি অফ জয় এবং সিটি অফ গোল্ড বলে উল্লেখ করেন তিনি। তাছাড়া জয় বাংলা বলতেও শোনা গিয়েছে তাঁকে।
তৃণমূলের তোলাবাজি যতদিন থাকবে ততদিন শিল্প আসবে না বাংলায়ঃ শিবরাজ
আজ শুরু হয়েছে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন। তাতে সম্ভবত কোনও কেন্দ্রীয় মন্ত্রী থাকছেন না। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সাম্প্রতিক সংঘাতের জেরেই মোদী সরকারের কোনও সদস্যকে দেখা যাচ্ছে না বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুকেশ আম্বানি। এই অনুষ্ঠানে এক সময় উপস্থিত থেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি, সুরেশ প্রভুর মতো ব্যক্তিত্বরা। এবার সেখানে কোনও কেন্দ্রীয় মন্ত্রীকেই পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে।