This Article is From Aug 17, 2018

পশ্চিমবঙ্গ: আজ অর্ধদিবস ছুটি

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে রাজ্য সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস  ছুটি ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ: আজ অর্ধদিবস   ছুটি

রাজনৈতিক সৌজন্যের পরিচয়  দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা:

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে রাজ্য সরকারের সমস্ত অফিসে অর্ধদিবস  ছুটি ঘোষণা করা হয়েছে।

স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে দুপুরের পর আর কোনও কাজ হবে না। পুরসভা  এবং পঞ্চায়েতেও অর্ধদিবস ছুটি থাকছে। এমনিতেই কেন্দ্রীয়  সরকারও অর্ধদিবস ছুটির ঘোষণা করেছে। থাকছে সাত দিনের রাষ্ট্রীয় শোকও। সেই একই সিদ্ধান্ত  নিয়েছে নবান্ন। আর এভাবেই ফের একবার রাজনৈতিক সৌজন্যের পরিচয়  দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।             

অন্যদিকে পদাধিকার বলে এক সময় বিশ্বভারতীর আচার্য ছিলেন অটলবিহারী। তাই সেখানেও পঠন পাঠন বন্ধ  রাখা হয়েছে। পাশাপাশি রবিবার পর্যন্ত কোনও রকম সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে না বিশ্বভারতীতে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.