This Article is From Sep 20, 2018

পাঠ্য বইতে আরও বেশি করে মনীষীদের জীবনী রাখার কথা ভাবছে রাজ্য সরকার

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার বললেন, পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে স্কুল পড়ুয়াদের মনীষীদের জীবন এবং কর্ম সম্বন্ধে আরও বেশি করে জানানোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে।

পাঠ্য বইতে আরও বেশি করে মনীষীদের জীবনী রাখার কথা ভাবছে রাজ্য সরকার

শিকাগোতে বিবেকানন্দের বক্তৃতার একশো পঁচিশ বছর উপলক্ষে এ কথা বলেন পার্থ।

হাইলাইটস

  • পাঠ্যবইতে আরও বেশি করে মনীষীদের জীবনী রাখতে হবে, বললেন পার্থ
  • আগের সরকারের আমলে এই ব্যাপারে ভাবনাচিন্তাই করা হয়নি, বললেন তিনি
  • এই বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে
কলকাতা:

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুধবার বললেন, পশ্চিমবঙ্গ সরকার ভবিষ্যতে স্কুল পড়ুয়াদের মনীষীদের জীবন এবং কর্ম সম্বন্ধে আরও বেশি করে জানানোর ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করেছে।

এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষজ্ঞ কমিটিও গঠন করেছে রাজ্য সরকার। ওই কমিটিই জানাবে কীভাবে মনীষীদের জীবনী ও কাজকর্মকে স্কুলের সিলেবাসের মধ্যে ঢোকানো যায়, জানান পার্থ।

এই সুপারিশটি তারপর পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তিনি তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

“স্কুলের পাঠ্য বইতে সবসময়ই কয়েকটি অধ্যায় বরাদ্দ থাকত এতদিন মনীষীদের জন্য।বাংলার মহান পুত্র ও কন্যাদের জন্য। যেমন, স্বামী বিবেকানন্দ। কিন্তু আমাদের আরও বেশি করে মনীষীদের জীবনী পাঠ্যবইতে ঢোকাতে হবে। নতুন প্রজন্মকে তাঁদের সমস্ত কাজ নিয়ে জানাতে হবে আরও বৃহত্তরভাবে। আগের শাসনকালে যা অগ্রাহ্য করা হয়েছিল”, বলেন পার্থ।

শিকাগোতে স্বামী বিবেকানন্দর ঐতিহাসিক বক্তৃতার একশো পঁচিশ বছর উপলক্ষে এই কথা সাংবাদিকদের বলেন শিক্ষামন্ত্রী।  



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.