This Article is From Jan 13, 2020

গণপিটুনি সহ দু’টি বিল নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্যপালের

রাজ্যপাল রাজ্য বিধানসভার আটটি দলের নেতাদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

গণপিটুনি সহ দু’টি বিল নিয়ে আলোচনা করতে সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্যপালের

১৭ জানুয়ারি রাজভবনে সর্বদলীয় বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

আগামী ১৭ জানুয়ারি রাজভবনে একটি সর্বদলীয় বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ওই বৈঠকে দুটি বিল নিয়ে আলোচনা হবে। বিল দু'টি হল— পশ্চিমবঙ্গ (গণপিটুনি প্রতিরোধ) বিল, ২০১৯ ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিশন তফশিলি জাতি ও উপজাতি বিল, ২০১৯। রাজ্যপালের সংবাদমাধ্যম সচিব মানব বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে জা‌নিয়েছেন, এই বিলগুলি নিয়ে বৈঠক ডেকেছেন। কেননা একদিকে এই বিল দুটি সম্পর্কে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। অন্য দিকে, বিধানসভা ও রাজ্য সরকারের তরফে অসমর্থনযোগ্য তথ্য জনসমক্ষে পেশ করা হয়েছে।

রাজ্যপাল রাজ্য বিধানসভার আটটি দলের নেতাদের বৈঠকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী নেতা কংগ্রেসের আবদুল মান্নান এবং সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী। 

গত বছর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনখড়। গত আগস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংসদ বাবুল সুপ্রিয় বিক্ষোভের মুখে পড়লে তাঁকে উদ্ধার করতে ছুটে যান তিনি। তারপর থেকে বারবারই শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাত তীব্র হয় রাজ্যপালের।

.