পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে চিন্তিত রাজ্যপাল
কলকাতা: citizenship law-এর প্রতিবাদে দেশের অন্যান্য অংশের মতোই জ্বলছে পশ্চিমবঙ্গও। গত তিন দিন ধরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিত। এই অবস্থায় রাজ্যের প্রকৃত অবস্থান জানাতে প্রশাসন এবং রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিলেন রাজ্যপাল Jagdeep Dhankhar। প্রসঙ্গত, গত তিনদিনে কলকাতা শহর বিভিন্ন জেলাতে জ্বালিয়ে দেওয়া হয়েছে বেশ কয়েকটি ট্রেন। প্রশাসনের সঙ্গে বিক্ষোভকারীদের বিক্ষিপ্ত সংঘর্ষের কথাও জানা গেছে। নিরাপত্তার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের বহু এলাকার ইন্টারনেট পরিষেবা।
রাজ্যজুড়ে অব্যাহত হিংসা, সোমবার পদযাত্রা তৃণমূল কংগ্রেসের
ইতিমধ্যেই প্রশাসনের দুই কর্তাব্যক্তিকে তলব করেছেন উদ্বিগ্ন রাজ্যপাল। নিজের ট্যুইটারে সোমবার একথা জানিয়েছেন তিনি নিজে। তাঁর আক্ষেপ, বাংলায় সংবিধান মূল্যবোধ হারাচ্ছে। ট্যুইটে রাজ্যপাল আরও জানিয়েছেন, যেভাবে জেলায় জেলায় দ্রুত হিংসা ছড়াচ্ছে তা অত্যন্ত ভয়াবহ। কীভাবে পরিস্থিতির মোকাবিলা সম্ভব, তাই নিয়ে পর্যালোচনার আশু প্রয়োজন। তাই তিনি আজ, সোমবার সকাল ১০টায় বৈঠকে বসবেন প্রশাসন ও রাজ্য আধিকারিকদের সঙ্গে।