This Article is From Dec 16, 2018

বিজেপির রথযাত্রায় ‘না’ প্রশাসনের, আবার আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির

রথযাত্রা কর্মসূচি বাতিল করল প্রশাসন। রাজ্যে তিনটি যাত্রা করতে চেয়েছিল বিজেপি। তার জন্য সরকারি অনুমতি পাওয়া গেল না।

বিজেপির রথযাত্রায় ‘না’ প্রশাসনের, আবার আদালতের দ্বারস্থ হচ্ছে পদ্ম শিবির

অনুমতি অন্যায় ভাবে বাতিল করা হয়েছে দাবি করে সোমবার ফের হাইকোর্টে যাচ্ছে বিজেপি।

হাইলাইটস

  • রথযাত্রা কর্মসূচি বাতিল করল রাজ্য প্রশাসন
  • রাজ্যে তিনটি যাত্রা করতে চেয়েছিল বিজেপি
  • শনিবার রাতে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় প্রশাসন
কলকাতা:

রথযাত্রা  কর্মসূচি বাতিল করল প্রশাসন। রাজ্যে তিনটি যাত্রা করতে চেয়েছিল বিজেপি। তার জন্য সরকারি অনুমতি পাওয়া গেল না। প্রশাসনের তরফ থেকে শনিবার রাতে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে  বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে বিজেপি। দলের তিন প্রতিনিধি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয় এবং মুকুল রায় বিকেলের দিকে লালবাজারে যান। সেখানে ছিলেন মুখ্যসচিব মলয় দে, স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য,রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। দুপক্ষের মধ্যে কয়েকটি বিষয় আলোচনা হয়। সূত্রের খবর রাজ্য প্রশাসনের তরফে  জানতে বলা হয় যাত্রার রুটে কিছুটা বদল করতে হবে।

ইচ্ছাকৃতভাবে অশান্তি সৃষ্টি করা হচ্ছে রাজ্যের কয়েকটি প্রান্তে, বললেন পার্থ

বিজেপি নেতারা বলেন একেবারেই না। রাজনৈতিক যাত্রা নির্দিষ্ট পথেই হবে। এতেই আপত্তি প্রশাসনের। চিঠিতে বলা হয়েছে, বড় আকারে তিনটি  যাত্রা করলে রাজ্যে অশান্তি ছড়াতে পারে। তা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো কোনও ঘটনা ঘটতে পারে। আরও বলে দেওয়া হয়  কয়েকটি সংগঠন এই যাত্রায় অংশ নেবে। তাতে পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা। এদিকে যাত্রার অনুমতি অন্যায় ভাবে বাতিল করা হয়েছে দাবি করে সোমবার ফের হাইকোর্টে যাচ্ছে বিজেপি।     

 

.