This Article is From Sep 30, 2019

বদলে যাবে চেনা ট্যাক্সি? দূষণ রোধে ট্যাক্সি নিয়ে নয়া ভাবনা সরকারের

ট্যাক্সি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার হাত থেকে বাঁচতেই তার খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা করা হয়েছে। তবে ব্যাপারটা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে।

বদলে যাবে চেনা ট্যাক্সি? দূষণ রোধে ট্যাক্সি নিয়ে নয়া ভাবনা সরকারের

ট্যাক্সি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার হাত থেকে বাঁচতেই তার খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা করা হয়েছে।

বদলে যেতে চলেছে চিরচেনা ট্যাক্সি (Taxi)। ডিজেল ট্যাক্সির (Diesel Taxi) বদলে ইলেকট্রিক ক্যাব (Electric Cab) আনার পরিকল্পনা রয়েছে সরকারের। সোমবার এক সরকারি আধিকারিক এ কথা জানিয়েছেন। ট্যাক্সি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ার হাত থেকে বাঁচতেই তার খোলনলচে বদলে ফেলার পরিকল্পনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ডবলিউপিসিবি রাজ্য সরকারের সঙ্গে হাত মিলিয়ে এই কাজে হাত দিতে চলেছে। বোর্ডের সভাপতি কল্যাণ রুদ্র জানিয়েছেন, রাষ্ট্রের পরিবহন বিভাগের সঙ্গে মিলে ইলেকট্রিক ক্যাব আনার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, ১৫ বা তার বেশি বছরের পুরনো ১,০০০ ট্যাক্সির মালিকের কাছে পরিবহন বিভাগের তরফে প্রস্তাব রাখা হবে তাঁদের ট্যাক্সি বদলে ফেলার।

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে লঞ্চ হল Maruti Suzuki S-Presso: দাম ও ফিচারগুলি দেখে নিন

ডিজেল ট্যাক্সি বদলে ফেলে ইলেকট্রিক ক্যাব করার জন্য তাঁদের সরকারের তরফ থেকে এককালীন ভর্তুকি হিসেবে ১ লক্ষ‌ টাকা দেওয়া হবে।

কল্যাণ রুদ্র জানাচ্ছেন, ‘‘ব্যাপারটা একেবারেই প্রাথমিক স্তরে রয়েছে। পরিবহন বিভাগ প্রস্তাবিত প্রকল্পের বিস্তারিত রিপোর্ট ডবলিউপিসিবি-র কাছে জমা দেবে। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ করব।''

পুজোর আগে Vespa আর Aprilia স্কুটারে বিশাল ছাড়

‘বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন'-এর সূত্রানুসারে জানা যাচ্ছে, অন্তত ২৫,০০০ হলুদ ও নীল-সাদা ক্যাব এই মুহূর্তে শহরে চলে।

গত সপ্তাহে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন, রাজ্য সরকারের উচিত বিষাক্ত ধোঁয়া নির্গতকারী যানবাহ‌নকে চিহ্নিত করে বাতিল করা উচিত।

দেখুন ভিডিও



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.