আদালতে পেশ করা হলে অভিযুক্তকে জুন মাস পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয়
কলকাতা: নদিয়া (Nadia district) থেকে গত শনিবার রাতে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Kolkata Mayor Firhad Hakim) নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ, ওই ভুয়ো অ্যাকাউন্টে সে মেয়রের নামে আপত্তিজনক মন্তব্যও পোস্ট করেছেন। গতকাল একথা জানিয়েছে কলকাতা প্রশাসন।
সারা ভারত চিকিৎসকদের ধর্মঘট আজ; AIIMS-এর ডাক্তারকে হেনস্থার অভিযোগ: ১০ টি পয়েন্ট
পুলিশ আরও জানিয়েছে, নদিয়ার বুইচারা গ্রামের বাসিন্দা বছর চল্লিশের তরুণ কুমার ঘোষ মেয়র হাকিমের নামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলে। সেখানে মেয়রের নামে অনেক মিথ্যে তথ্যও পেশ করে। খবর জানার পরেই গত শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল তাকে নগর আদালতে পেশ করা হলে ২২ জুন পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়।