কলকাতা: অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও বাজারে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে টাকা নিত বান্ধবী। চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করল এক বছর কুড়ির যুবক। বুধবার জানিয়েছে পুলিশ।
21 বছর বয়সী ওই যুবকের নাম সৌরভ ঘোষ। বাড়ি দক্ষিণ চব্বিশ পরগণার রাজপুরে।
গত 18 জুলাই গৃহত্যাগ করে ওই যুবক। জিআরপি জানিয়েছে, 19 জুলাই উত্তর চব্বিশ পরগণার হৃদয়পুরের কাছে ট্রেন ধাক্কা মারে তাকে।
তার পরদিন 20 জুলাই একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বারাসাতের রেল পুলিশের রিপোর্ট অনুযায়ী, এটি 'দুর্ঘটনাবশত মৃত্যু'। যদিও পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত পুরোটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না।
"তার পরিবারের বয়ান অনুযায়ী, একটি অল্পবয়সী মেয়ের সঙ্গে প্রেম ছিল তার। দুজনের মধ্যে মতানৈক্য হওয়ার কারণে আত্মহত্যা করে সে। যদিও, এটা আত্মহত্যাই কি না, সেই ব্যাপারটি নিশ্চিত নয়", বলেন সোনারপুর থানার তদন্তকারী অফিসার।
তার ফোন থেকে একটি ভিডিও ক্লিপিং পাওয়া গিয়েছে। যাতে দেখা যাচ্ছে ওই যুবক দাবি করছে, তার বান্ধবী তাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ক্লিপিং বাজারে ছেড়ে দেবে বলে ভয় দেখিয়ে তার থেকে টাকা নিত।
"ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে আমাদের কোনও ধারণা ছিল না। কিন্তু ওই ভিডিও এবং আরও অনেক তথ্যের ফলে আমরা বুঝতে পেরেছি যে, ওই মেয়েটি আমার ছেলেকে ব্ল্যাকমেল করে ওর কাছ থেকে টাকা আদায় করত। মেয়েটির বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যায়", বলেন ওই যুবকের বাবা।
"ওই যুবক দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও ওই মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করে। আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। মোবাইল ফোনের তথ্যও ঘেঁটে দেখা হচ্ছে", জানান ওই অফিসার।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)