পঞ্চায়েত ভোটের জন্য নির্ধারিত 14 -ই মে তারিখটিকে বরখাস্ত করার আবেদন করা হয়েছে
Kolkata:
কলকাতা: বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে, ক্ষমতায় আসীন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের এ.কে.সিংহকে বারংবার ফোনে ভয় দেখানো, সেই সাথে তার মোবাইল ফোন টেপ করা এবং ল্যান্ড লাইন কলও রেকর্ড করা হচ্ছে বলে জানানো হয়েছে. তবে রাজ্য কমিশনের অতিরিক্ত সচিব শান্তনু মুখার্জি জানিয়েছেন যে, মোবাইল ফোন টেপ করা বা ল্যান্ড লাইন রেকর্ড করার মত কোনো ঘটনার কথা তিনি জানেন না.
বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ রাহুল সিনহা সাংবাদিক সম্মেলনের সময় জানিয়েছেন যে,''তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীরা বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে 14 -ই মে প্রথম চরণে পঞ্চায়েত ভোট সমাপ্ত করার কথা ঘোষণা করেছে.'' ব্যক্তিগত ভাবে সমস্ত পরিস্থিতি সম্পর্কে আদালতকে জানানো উচিত বলে তিনি মন্তব্য করেছেন. শ্রী সিনহা জানিয়েছেন যে, শ্রী সিংহ বলেছেন যে, তার মোবাইল ফোন 'টেপ' করা হচ্ছে এবং ল্যান্ডলাইন 'রেকর্ড' করা হচ্ছে.
এই সম্পর্কে শ্রী মুখার্জি জানিয়েছেন যে, সিংহ কি বলছে সেই ব্যাপারে এসইসি কিছুই জানে না. মুখার্জি বলেছেন, ''তিনি কি বলতে চাইছেন সেই বিষয়ে আমাদের কাছে কোনো রকম তথ্য নেই. এসইসি-র অধিকারির মোবাইল 'টেপ' করা বা ফোন 'রেকর্ড' করা সম্পর্কে আমাদের কাছে কোনো রকম তথ্য নেই.'' সেই সাথে তিনি জানিয়েছেন যে, এসইসি কোনো রকম চাপের মধ্যে কোনো কাজ করছে না.
বারংবার চেষ্টা করা সত্ত্বেও রাজ্য নির্বাচন অধিকারি শ্রী সিংহের সাথে কোনো ভাবেই যোগাযোগ করা যায়নি. বিজেপির নেতা শ্রী সিনহা পঞ্চায়েত ভোটের জন্য নির্ধারিত 14 -ই মে তারিখটিকে বরখাস্ত করার আবেদন করে বলেছেন যে উচ্চ আদালতের নজরের মধ্যে থেকে রাজ্য নির্বাচন কমিশন দ্বারা ভোট গ্রহণের পর্ব সমাপ্ত হওয়া উচিত. বিজেপির প্রাক্তন অধ্যক্ষ বলেছেন যে, ''রাজ্যের চোখ উচ্চ আদালতের দিকে. পঞ্চায়েত ভোটের সময় সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব থাকবে রাজ্য নির্বাচন কমিশনের ওপর. কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের সুরক্ষার ব্যবস্থা কে করবে সেটা এক গম্ভীর প্রশ্ন.''
বিজেপির এই আরোপের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস বলেছে যে, রাজ্য নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের কথা উঠছে. তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চ্যাটার্জি বলেছেন যে, ''বিজেপির নেতা এসইসি-র এ কে সিংহের ওপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে বিভিন্ন বিষয়ে তাদের হয়ে কাজ করানো যায়, শ্রী সিংহের এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত.