Read in English
This Article is From Aug 24, 2018

বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ রায় ঘোষণা সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্ট আজ রায় দিতে চলেছে যে, চলতি বছরের মে মাসে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন হল সেখানে 20,178’টি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছিল কি না।

Advertisement
অল ইন্ডিয়া Translated By

পুনরায় ওই আসনগুলিতে নির্বাচনের নির্দেশ মমতা সরকারকে অস্বস্তিতে ফেলতে পারে

কলকাতা:

ভোট হবে কি হবে না? সুপ্রিম কোর্ট আজ রায় দিতে চলেছে যে, চলতি বছরের মে মাসে রাজ্যে যে পঞ্চায়েত নির্বাচন হল সেখানে 20,178’টি আসনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই জিতে গিয়েছিল কি না। যদি ওই আসনগুলিতে নতুন করে নির্বাচনের রায় দেয় সুপ্রিম কোর্ট, তাহলে তা যে মমতা সরকারের কাছে অত্যন্ত অস্বস্তির হয়ে উঠবে, তা বুঝতে পারছে রাজনৈতিকমহল। রাজ্যের বিরোধীরা শীর্ষ আদালতে অভিযোগ জানিয়েছিল, গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস এত ভয়াবহ সন্ত্রাসের সৃষ্টি করেছিল যে কুড়ি হাজারের বেশি আসনে অন্যান্য দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিতেই পারেননি।

গত মে মাসে রাজ্যের নির্বাচন কমিশনের করা স্পেশাল লিভ পিটিশনের নিরিখেই এই রায় দিতে চলেছে আজ সুপ্রিম কোর্ট।

রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে সিপিএম, বিজেপি ও কংগ্রেস শীর্ষ আদালতে গিয়ে অভিযোগ জানায় যে, তৃণমূল কংগ্রেসের ভয়াবহ সন্ত্রাসের ফলে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্রই জমা দিতে পারেনি তারা। এছাড়া, আরও অভিযোগ ছিল যে, মনোনয়নপত্র জমা দেওয়ার দিন হাতে খোলা তরোয়াল নিয়ে তৃণমূলের বাইক মিছিলের ফলে বিরোধী দলের সম্ভাব্য প্রার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে বিরত থাকেন।

Advertisement

কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে বৈদ্যুতিনভাবে দাখিলকৃত মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক তৃণমূলের জয়ের কথা শীর্ষ আদালতে উল্লেখ করেছিল সিপিএম। ওই একই বিষয় নিয়ে আদালতে সরব হয়েছিল বিজেপিও। সুপ্রিম কোর্ট বিস্ময়প্রকাশ করেছিল যে ঠিক কীভাবে এত বিপুল সংখ্যক আসন (34.35%)-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক তৃণমূল।

Advertisement

আজ ওই আসনগুলি নিয়েই রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট।

.

Advertisement