সভাপতি হওয়ার পর থেকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
হাইলাইটস
- আরও একবার পুলিশকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
- তিনি বলেন রাজ্য পুলিশের কর্মীদের খাকি উর্দি পরার যোগ্যতা নেই
- সভাপতি হওয়ার পর থেকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ
কলকাতা: আরও একবার পুলিশকে নিশানা করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। বীরভূমের দলীয় সভা থেকে সোমবার তিনি বলেন রাজ্য পুলিশের কর্মীদের খাকি উর্দি পরার যোগ্যতা নেই কারণ তাঁরা তৃণমূলকে সাহায্য করছে। তিনি বলেন, আপনাদের( পুলিশ কর্মী ) খাকি উর্দি পরার যোগ্যতা নেই। অনেকেই বলেন ঝাড়খণ্ড থেকে বহিরাগতরা রাজ্যে এসে গোলমাল করছে। সেটাই যদি সত্যি হবে তাহলে আপনারা কী করছেন? তাদের ধরার ক্ষমতা নেই আপনাদের? যারা গোলমাল পাকাচ্ছে তারা তৃণমূলের লোক বলে আপনারা তাঁদের ধরছেন না।
রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর থেকে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কখনও কখনও তা শালীনতার মাত্রাও ছাড়িয়ে গিয়েছে বলে অভিযোগ ঊঠেছে। পুলিশ থেকে শুরু করে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের হয়েছে। তবু বেলাগাম মন্তব্য করা বন্ধ করেননি দিলীপ। কয়েক দিন আগে পুরুলিয়ার এক সভা থেকে তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। কিন্তু তৃণমূল যেভাবে সাধারণ মানুষকে অত্যাচার করছে, গণতন্ত্রকে হত্যা করছে তার বিরুদ্ধে আমাদের কিছু করতেই হবে। সেটা না করলে মানুষ আমাদের ক্ষমা করবে না। ' এরপরেই তিনি বলেন, বদল নয়, লাল কালিতে লিখে যাচ্ছি, সবকিছুর বদলা নেব।