ইসলামপুর সহ আরও কিছু জায়গায় হয়েছে গোলমাল।
হাইলাইটস
- মমতা বলেন, ইসলামপুরে ছাত্র মৃত্যুর নেপথ্যে আছে বিজেপি
- জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন মমতা
- ইসলামপুরের ঘটনার পর বিজেপি বনধ ডাকে
কলকাতা: বনধের সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। বিজেপির ডাকা বনধের কোনও প্রভাব বাংলায় পড়েনি। সরকারি অফিস থেকে শুরু করে সমস্ত কিছুই সম্পূর্ণ স্বাভাবিক ছিল। বনধ প্রসঙ্গে ইউরোপ সফরে থাকা মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিলেন এভাবেই। আরও একবার তাঁকে বলতে শোনা গেল ইসলামপুরে ছাত্র মৃত্যুর নেপথ্যে আছে বিজেপি। আর এখন রাজনৈতিক ফয়দা তুলতে বনধ ডাকছে। পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখতে প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন মমতা। তিনি জানান বনধ অবরোধের কারণে পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি হয়েছে। বিজেপি রাজ্যকে ফের সেই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু রাজ্যের মানুষ তা হতে দেয়নি।
ইসলামপুরের ঘটনার পর বিজেপি বনধ ডাকে। প্রথমে শুধু উত্তর দিনাজপুরে বনধ হয়। তারপর গোটা রাজ্যে বনধের ডাক দেয় বিজেপি। তাকে কেন্দ্র করে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। ইসলামপুর সহ আরও কিছু জায়গায় হয়েছে গোলমাল। সেকথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আজ যে বাস গুলো পুড়ল তার দায় কে নেবে! আমরা পুলিশকে বলেছি এই সমস্ত ঘটনা যারা ঘটিয়েছে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।’ এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আরও একবার তিনি বলেন, ‘ছাত্রদের খুন করেছে বিজেপি। আর এখন রাজনৈতিক ভাবে লাভবান হতে চাইছে। ’ বাংলার ঘটনা নিয়ে সরব হলেও মধ্যপ্রদেশ এবং রাজস্থানের কৃষক মৃত্যু বা উত্তরপ্রদেশেরে এঙ্কাউন্টার নিয়ে বিজেপি চুপ কেন সে প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।