This Article is From Aug 21, 2018

সমবায় ব্যাঙ্কগুলিকে শক্তিশালী করছে রাজ্যঃ মমতা

ছোট ও মাঝারি সংস্থাগুলি যাতে আরও বেশি করে ব্যাঙ্ক  ঋণ পেতে পারে  তার জন্য চেষ্টা করবে রাজ্য সরকার

সমবায় ব্যাঙ্কগুলিকে শক্তিশালী করছে রাজ্যঃ মমতা

মুখ্যমন্ত্রী জানান সবচেয়ে বেশি  সমস্যা হবে অসংগঠিত ক্ষেত্রের          

কলকাতা:

ছোট ও মাঝারি সংস্থাগুলি যাতে আরও বেশি করে ব্যাঙ্ক  ঋণ পেতে পারে  তার জন্য চেষ্টা করবে রাজ্য সরকার। এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এই কারণে রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকেও শক্তিশালী করার ভবনা রয়েছে রাজ্যের। ঋণ পাওয়ার সমস্যা আছে সেটা মেনে নিয়ে সোমবার এক সস্মলনে  মুখ্যমন্ত্রী বলেন এ ধরনের কাজ ভাল ভাবে করতে গেলে ব্যাঙ্ক ঋণ পাওয়া খুবই জরুরি।  

ঋণ না পেলে যে সমস্যা হয় সেটা আমরা জানি আর তাই এ ব্যাপারে যাবতীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। তাছাড়া সমবায় ব্যাঙ্ক যাতে  নিজের পায়ে দাঁড়াতে পারে সেটাও নিশ্চিত করার  চেষ্টা করছি আমরা। তিনি জানান সবচেয়ে বেশি  সমস্যা হবে অসংগঠিত ক্ষেত্রের।              

মুখ্যমন্ত্রী বিশ্বাস করেন এ ধরনের ক্ষেত্র থেকে প্রচুর পরিমাণে কর্মসংস্থান হয়। আর তাই ক্ষমতায়  আসার পর থেকেই এ ব্যাপারে জোর দিয়ে আসছেন তিনি। তৈরি হয়েছে বিশেষ নীতি।      



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.