This Article is From Feb 28, 2020

দিল্লির হিংসার নিন্দায় মুখর টলিউড, দেব থেকে প্রসেনজিৎ করলেন টুইট

দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘সোমবার থেকে যেভাবে হিংসা শুরু হয়েছে দিল্লিতে তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।’’

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘‘হিংসা জয়ী হতে পারে না।’’

Highlights

  • দিল্লির হিংসার ঘটনায় ক্ষুব্ধ টলিউড
  • বহু অভিনেতা অভিনেত্রী টুইট করেছেন এই নিয়ে
  • এখনও পর্যন্ত দিল্লির হিংসায় মৃত ৩৯

গত রবিবার থেকে সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লিতে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হিংসার নিন্দা করে দিল্লিতে শান্তি ফেরানোর আর্জি জানিয়ে টুইট করলেন রাজ্যের চলচ্চিত্র তারকারা। টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তাঁর টুইটার হ্যান্ডলে জাতীয় পতাকার ছবি পোস্ট করে বুধবার লেখেন, ‘‘আমি দেখতে পাচ্ছি না দিল্লি জ্বলছে। আমে কেবল দেখতে পাচ্ছি মানবতা স্তব্ধ। এটা ঈশ্বরের পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।''

এই মুহূর্তে একটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘সোমবার থেকে যেভাবে হিংসা শুরু হয়েছে দিল্লিতে তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।''

টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও টুইট করেছেন এই বিষয়টি নিয়ে। তিনি লেখেন, ‘‘দিল্লির অশান্তির ঘটনায় দুঃখিত ও বিধ্বস্ত অনুভব করছি। হিংসা জয়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে একসঙ্গে এগিয়ে আসি আমরা।''

Advertisement

রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তৃণমূ‌লের সাংসদ নুসরত জাহানও টুইট করে লেখেন, ‘‘দুঃখিত, হতাশ। আমার দেশকে জ্বলতে দেখে যন্ত্রণাবিদ্ধ। আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমরা প্রথমে মানুষ। গুজব, ভুয়ো খবর, ঘৃণা ছড়াবেন না।''

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও প্রতিবাদ করেছেন দিল্লির হিংসার। তিনি ব্যঙ্গ করে টুইট করেন, ‘‘না, এটা শিউরে ওঠার মতো নয় আর। ব্যাপারটা চলছিল। এবার শুরু হল খোলাখুলি।''

Advertisement

দিল্লির হিংসার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ফলে রবিবার থেকে দিল্লিতে শুরু হয় হিংসা। বহু ঘর, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement