This Article is From Mar 29, 2020

ভয়ঙ্কর সময়েও বাংলার জয়, সিসিএফএ ২০২০ সম্মান পেল 'রবিবার'

''সেরা কাহিনি, সেরা পরিচালনার পুরস্কার পেল 'রবিবার'। যা করোনা বিধ্বস্ত বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন ভাবে লড়াইয়ে উজ্জীবিত করবে, আশা এমনটাই'', অতনু ঘোষ

Advertisement
বিনোদন Written by

রবিবারে 'রবিবার' আনল খুশির খবর

কলকাতা:

''সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সারা দেশ কাঁপছে করোনা ত্রাসে। আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। লকডাউনের মধ্যেও। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতেও আশার ক্ষীণ আলো, ক্রিটিক চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ড ২০২০ (Critics Choice Film Awards)। এই সম্মান খুশির হাওয়া বইয়ে দিল বাংলা ছবির দুনিয়ায়। সেরা কাহিনি এবং সেরা পরিচালনার পুরস্কার পেল 'রবিবার' (Robibaar)। যা করোনা বিধ্বস্ত বাংলা ইন্ডাস্ট্রিকে নতুন ভাবে লড়াইয়ের জন্য উজ্জীবিত করবে, আশা এমনটাই''--- দু-দুটো সম্মান লাভের পর এভাবেই আনন্দ ভাগ করে নিলেন পুরস্কৃত ছবির পরিচালক অতনু ঘোষ (Atanu Ghosh)।

  .  

শনিবারে সোশ্যালে এই খবর সামনে আনার পরেই শুভেচ্ছা, অভিনন্দনের বন্যায় ভাসছেন অতনু। তিনি আরও জানান, সমালোচক চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ডস প্রতিবছর দেওয়া হয় সিনে সমালোচক গিল্ড থেকে। আয়োকদের মধ্যে রয়েছেন ভারতের প্রথম সারির সংবাদপত্র, বেতার, বৈদ্যুতিন এবং ওয়েবসাইটের সমালোচকেরা। ৮টি ভাষার ছবিকে তাঁরা পুরস্কৃত করেছেন এবছর।

‘হৃদপিণ্ড'র টানে গানে গানে ভরিয়ে দিলেন সাহেব-মনামী            

Advertisement

'রবিবার' ইতিমধ্যেই ছক ভাঙা ছবি হিসেবে দেশ-বিদেশ থেকে একাধিক সম্মান পেয়েছে। দর্শক, সমালোকদের প্রশংসা কুড়িয়েছেন এই ছবির আবহ রচয়িতা দেবজ্যোতি মিশ্র, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান। পুরস্কৃত হওয়ার পরে টিম রবিবারতে ধন্যবাদ জানিয়েছেন পরিচালক। বলেছেন, এঁদের সহযোগিতা না পেলে এমন ছবি বানানো সম্ভব হত না। একই সঙ্গে তিনি কৃতজ্ঞ বাংলা দর্শকদের কাছেও। তাঁরা পাশে না থাকলে এই সম্মান অতনু পেতেন না বলেই মনে করেছেন।

Advertisement