Tapas Paul Death: পেয়েছি ছুটি বিদায় দেহ ভাই.....
কলকাতা: যিনি বরাবরের মতো চলে যান তিনি আর ফিরবেন না কোনোদিন। কিন্তু তাপস পালের (Tapas Paul) চলে যাওয়া বোধহয় যাওয়া তো নয় যাওয়া। ২০০-র ওপর বেশি ছবিতে অভিনয় করা বাঙালির আত্মার আত্মীয় এই তারকার আকস্মিক প্রয়াণে স্তব্ধ টলিপাড়া। মুঠোফোনের পাশাপাশি সোশ্যালে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন টালিগঞ্জের বহু বিশিষ্ট তারকা। রইল তার ঝলক----
সোশ্যালে ঋতুপর্ণা সেনগুপ্ত অন্তরের শ্রদ্ধা জানিয়ে লেখেন, 'তাপসদা চলে গেলেন... একটা যুগ ,একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ের অবসান। তাপসদার হাসি, অভিব্যক্তি আর অভাবনীয় অভিনয় ক্ষমতা বাঙালিকে চিরকাল আবিষ্ট করে রাখবে। একটা বড় ইতিহাসের অঙ্গ হয়ে থাকবে আমাদের সকলের প্রিয় তাপস দা। বাংলা সিনেমার অনেক দুর্দিনের দিনে ওনি সুদিন দেখিয়েছিলেন বাংলা সিনেমাকে, বাঙালি দর্শককে। তার ভুবনভোলানো হাসির ছোঁয়া সবার মনে জ্বলজ্বল করবে চিরদিন। অনেক স্নেহ, মমতা ,ভালবাসা পেয়েছি এই মানুষটার কাছে, তার স্ত্রী নন্দিনীদি-র কাছে। হয়তো অনেক বড় অভিমান নিয়ে চলে গেলেন এই মানুষটা, সবার অগোচরে, নিঃশব্দে। তুমি যেখানেই থাকো ভালো থেকো। We will miss you!'
তাপস পালের সঙ্গে অভিনয় করেছেন এই প্রজন্মের নায়িকা শ্রাবন্তী সিংও। ইনস্টায় তাপস পালের সহ্গে তাঁর অভিনীত ছবি শেয়ার করে আত্মার শান্তি কামনা করেন তিনি।
টুইটে শ্রদ্ধা জানান তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। তিনিও বলেন, তাপস পালের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর ভীষণই ভালো।
প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষে থেকে টুইটে শোকবার্তায় লেখা হয়, বাংলা সিনেমায় যার নাম স্মরণ করা হবে চিরকাল... #TapasPal
টুইটে শোক জানান আরেক সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও।