কলকাতা: এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় সংকট করোনা সংক্রমণ। যার জেরে প্রায় স্তব্ধ মানব সভ্যতা। ক্রমশ বাড়তে থাকা ভাইরাস (Coronavirus) রোধে অন্যান্য দেশের মতোই লকডাউন চলছে ভারতেও। এমন ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে নির্বাচনী কেন্দ্র ঘাটালের ( Ghatal) জনসাধারণের পাশে দাঁড়ালেন সাংসদ-অভিনেতা দেব ( Dev)। চিকিৎসা পরিষেবায় আরও উন্নতি ঘটাতে ১ কোটি টাকা দিয়ে নজির গড়লেন তিনি।
দেবের কথায়, রাজ্য এবং বিশ্ব কাঁপছে করোনা ত্রাসে। সংকট থেকে বাঁচার একমাত্র পথ উন্নত চিকিৎসা পরিষেবা। সেই কারণেই ঘাটালের মানুষেরা যাতে সঠিক চিকিৎসা পান, সেকথা মাথায় রেখে এভাবেই পাশে দাঁড়ালেন তিনি। সাংসদের আরও ইচ্ছে, এই অর্থে গড়া হোক আরও কোয়ারান্টাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড সেখানকার হাসপাতালে। একই সঙ্গে বিতরণ করা হোক মাস্ক,স্যানিটাইজার। যাতে সবাই সুস্থ থেকে একসঙ্গে লড়তে পারেন রোগের বিরুদ্ধে। প্রসঙ্গত, এর আগে আরও দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানও তাঁদের নির্বাচনী এলাকার মানুষদের পাশে দাঁড়িয়েছেন। বিতরণ করেছেন মাস্ক, স্যানিটাইজার।
একান্ত অবসরে আর কী করছেন দেব? এই কৌতূহল তাঁর লাখো অনুরাগীর মনে। শুরুতেই অবশ্য দেব বলেছিলেন, কাজ ছাড়া একমুহূর্ত থাকতে পারেন না তিনি। তবে যেহেতু তাঁর এখন কাজ করার উপায় নেই তাই এই সুযোগে গোলন্দাজ ছবির শুটের সময় চোট পেয়ে ফ্র্যাকচার হওয়া পায়ের পাতার শুশ্রুষা করাচ্ছেন। যাতে পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের কাজে নামতে পারেন। এবং সার্জারির কোনও প্রয়োজন না পড়ে আগামী দিনে। কোরানা রোধে রাজ্যজুড়ে সিনেমা হল বন্ধ ৩১ মার্চ পর্যন্ত। ফলে, পিছিয়ে গেছে তাঁর আগামী প্রযোজনা 'হবু চন্দ্র রাজা...'র মুক্তি। অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ বাংলাদেশের ছবি 'কম্যান্ডো'-রও।