This Article is From Aug 20, 2018

প্রযোজক-আর্টিস্ট ফোরাম তরজা, তৃতীয় দিনেও শুটিং বন্ধ বাংলা সিরিয়ালের

তৃতীয় দিনেও বন্ধ রইল টলিপাড়ার শুটিং। পারিশ্রমিক নিয়ে আর্টিস্ট ফোরামের দাবি না মানায় ফোরামের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

প্রযোজক-আর্টিস্ট ফোরাম তরজা, তৃতীয় দিনেও শুটিং বন্ধ বাংলা সিরিয়ালের

আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কলকাতা:

তৃতীয় দিনেও বন্ধ রইল টলিপাড়ার শুটিং। পারিশ্রমিক নিয়ে আর্টিস্ট ফোরামের দাবি না মানায় ফোরামের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক তথা অভিনেতা অরিন্দম গাঙ্গুলী বলেন, তাঁদের দাবি না মানায় এখনও পর্যন্ত কোনও মেগা সিরিয়ালের শুটিং হচ্ছে না। সবটাই বন্ধ। নির্ধারিত সময়ের শুটিং-এর পর লেট নাইট শুটিং-এর জন্য ওভারটাইম করার বকেয়া এবং জুলাই মাসে নিয়মিত কাজের যে বকেয়া তা কয়েকজন প্রযোজক না মেটানোয় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আর্টিস্ট ফোরাম। আর্টিস্ট ফোরাম ও প্রযোজকদের সংগঠনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, এখনও কোনও মিটমাট হয়নি। তিনি বলেন, "আমরা আশা করছি যে, আজকের বৈঠকেই সকলের ভালোর জন্যই একটি সমাধানসূত্র ঠিকই উঠে আসবে।"

 

আর্টিস্ট ফোরামে অভিনেতা অভিনেত্রী মিলিয়ে মোট সদস্য  2200 জন। প্রযোজকদের এক মুখপাত্র জানান, যদি এইভাবে শুটিং-এ অচলাবস্থা চলতে থাকে, তাহলে আগামী সপ্তাহ থেকেই  সমস্যার মুখে পড়বে মেগা সিরিয়ালের সম্প্রচার। দক্ষিণ কলকাতার মোট  8টি স্টুডিওতে শুটিং বন্ধ রয়েছে বলে জানান ওই মুখপাত্র।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.