Read in English
This Article is From Jan 13, 2019

স্কুলে যেতে দেরি হওয়ায় মায়ের বকুনি, মেট্রোর লাইনে ঝাঁপ দিল ১৮ বছরের ছেলে

১৮ বছরের ওই ছেলেটি মেট্রোরেলের লাইনে ঝাঁপ দিতেই ট্রেনের চালক মাদিভাল্লাপ্পা দ্রুত তা খেয়াল করে ব্রেক কষেন। ফলে ছেলেটি চাকার তলায় পিষ্ট হতে হতেও একচুলের জন্য বেঁচে যায়।

Advertisement
অল ইন্ডিয়া

ছেলেটির মাথায় ক্ষত হয়ে গিয়েছে

বেঙ্গালুরু:

স্কুলে যেতে খুব দেরি করেছিল ছেলেটি। আর সে জন্যই মা রেগে গিয়ে বাড়িতে বেশ খানিকটা বকাঝকাও করে ফেলেছিলেন। পুলিশ জানিয়েছে, তাতেই অভিমানের বশবর্তী হয়ে মেট্রোরেলের সামনে আত্মহত্যার চেষ্টা করে দশম শ্রেণির এক ছাত্র।

অখিলেশ এবং মায়াবতীকে শ্রদ্ধা করি, জোট প্রসঙ্গে মত কংগ্রেস সভাপতির

তবে ছেলেটি কপালজোরে এবং চালকের তৎপরতায় বেঁচে যায়। পুলিশ জানিয়েছে, ১৮ বছরের ওই ছেলেটি মেট্রোরেলের লাইনে ঝাঁপ দিতেই ট্রেনের চালক মাদিভাল্লাপ্পা দ্রুত তা খেয়াল করে ব্রেক কষেন। ফলে ছেলেটি চাকার তলায় পিষ্ট হতে হতেও একচুলের জন্য বেঁচে যায়।

তবে লাইনে ঝাঁপ মেরে পড়ার জেরে ছেলেটির মাথায় ক্ষত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

হার্দিক-লোকেশের বিরুদ্ধে তদন্ত ধামাচাপা দেওয়ার আশঙ্কা করছেন ডায়না এডুলজি

ওই ছাত্রকে ন্যাশনাল ইন্সটিটিউট অফ মেন্টাল হেল্থ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহাস)-এ ভর্তি করা হয়েছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই ছাত্রের বাবা ও মায়ের একটি দর্জির দোকান রয়েছে। ঘটনাটির বিষয়ে জানতে পেরে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী ছেলেটিকে দেখতে হাসপাতালে যান।

তিনি সংবাদমাধ্যমকে পরে বলেন, তুচ্ছ ঘটনার জেরে মানুষ এত বড় পদক্ষেপ করে ফেলে, এটা সত্যিই দুঃখজনক। তার অনুরোধ এমন চরম পদক্ষেপ যেন কোনও পরিস্থিতিতেই কেউ না নিয়ে বসেন।

Advertisement

আরও খবর দেখুন এখানে

Advertisement