Read in English
This Article is From Feb 06, 2020

মা’কে খুনের পর ভাইকেও ছুরি মেরে বেড়াতে গেলেন দিদি, আটক আন্দামানে

পুলিশ জানিয়েছে, ওই যুবতী পাঁচদিনের ছুটি নিয়ে আন্দামানে বেড়াতে চলে যান। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্রীধর রাও।

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by (with inputs from PTI)

অভিযোগ, মা’কে হত্যা করার পাশাপাশি ছোটভাইকেও ছুরির আঘাতে রক্তাক্ত করে দেন অভিযুক্ত যুবতী।

Highlights

  • মা’কে হত্যা করে আন্দামানে ছুটি কাটাতে যাওয়ার অভিযোগ যুবতীর বিরুদ্ধে
  • পাশাপাশি ভাইকেও ছুরির আঘাতে আহত করার অভিযোগ
  • তাঁর জখম ভাই পুলিশে খবর দেন
বেঙ্গালুরু:

মা'কে ছুরির আঘাতে হত্যা করে (Bengaluru Techie Kills Her Mother) ও ভাইকে ছুরি মেরে রক্তাক্ত করে দিয়ে ছুটি কাটাতে চলে গেলেন বেঙ্গালুরুর (Bengaluru) এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার! এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠল ৩৩ বছরের অম্রুতা চন্দ্রশেখরের বিরুদ্ধে। অভিযোগ, সোমবার তিনি চড়াও হন মায়ের উপরে। মা'কে হত্যা করার পাশাপাশি ছোটভাইকেও ছুরির আঘাতে রক্তাক্ত করে দেন তিনি। প্রসঙ্গত, অম্রুতার ভাইও একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এমন ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে অম্রুতা নাকি এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে চলে যান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। পুলিশ জানিয়েছে, ওই যুবতী পাঁচদিনের ছুটি নিয়ে আন্দামানে বেড়াতে চলে যান। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্রীধর রাও। বন্ধুর বাইকে করে বিমানবন্দরে পৌঁছে ভোর সাড়ে ছ'টার উড়ান ধরে অম্রুতা চলে যান আন্দামানে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এরপর অম্রুতার জখম ভাই পুলিশে খবর দেন।

মেদিনীপুরের বর-চিনের কনে! করোনাভাইরাসের কারণে মেয়ের বিয়েতে অনুপস্থিত কনেপক্ষ

Advertisement

অভিযুক্ত যুবতী তাঁর মা ও ৩০ বছরের ভাইকে জানিয়েছিলেন, তাঁকে চাকরি সূত্রে হায়দরাবাদে চলে যেতে হবে।

অম্রুতার ভাই হরিশ জানাচ্ছেন, ঘটনার দিন ভোরবেলা হঠাৎই তিনি দেখতে পান তাঁর দিদি আলমারির আড়ালে লুকোতে চাইছেন। এরপরই অভিযুক্ত যুবতী চড়াও হন ভাইয়ের উপরে। আতঙ্কে ভাই চেঁচিয়ে উঠলে তাঁদের মা সেখানে হাজির হন। মা'কে ছুরি মেরে হত্যা করেন অম্রুতা। হরিশ জানিয়েছে, তাঁর দিদি তাঁকে এরপর লোহার রড নিয়ে তাড়া করলে তিনি পালিয়ে যান।

Advertisement

অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা দুষ্কৃতীদের! পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মৃত্যু শ্বশুরের

হরিশ জানাচ্ছেন, তাঁর পরিবারের ঋণ রয়েছে ১৫  লক্ষ টাকার। অম্রুতা জানাতেন, এই নিয়ে তিনি যথেষ্ট অসম্মানিত।

Advertisement

পুলিশ আধিকারিক অনুচেত NDTV-কে জানিয়েছেন, ‘‘আমরা মোটিভ খুঁজছি। এখনও পর্যন্ত এটা একটা হত্যা ও হত্যার চেষ্টার মামলা।''

পুলিশ অম্রুতার সঙ্গে তাঁর বন্ধুকেও আটক করেছে। পুলিশ জানতে পেরেছে অম্রুতা পরিবারের ঋণ নিয়ে বিষণ্ণ ছিল। তাঁর বন্ধুও এই হত্যার সঙ্গে জড়িত কিনা, তা এখনও জানতে পারেনি পুলিশ। তবে তাঁকেও আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

(তথ্য সহায়তা: পিটিআই)

Advertisement