এই ঘটনাকে কেন্দ্র করে সাতজন ইউটিউবার্সকে গ্রেপ্তার করা হয়েছে
বেঙ্গালুরু: হঠাৎই বেঙ্গালুরু-তে (Bengaluru) ভূতের আতঙ্ক, কিন্তু মাশুল দিতে হল ভূতেদের, যারা ভূতের ভয় পাচ্ছিলেন তাদের নয়। এই ঘটনাকে কেন্দ্র করে সাতজন ইউটিউবার্সকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে লোকেদের সাথে মজা করার জন্যই তাদের দিতে হল এমন মাশুল। প্রাঙ্ক (Prank) করে লোকেদের সাথে মজা করার পরিনাম জেল। এই সাতজন ভূতের মতো মেকআপ করে, অদ্ভুত পোশাকনা পরে রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছিল সাধারণ মানুষদের। বেঙ্গালুরু-র নর্থ ডিসিপি এস কুমার জানিয়েছেন, ''এই যুবকেরা জোর করে রাতের অন্ধকারে পথচারীদের পথ আটকাতো, আর তারপর তাদের ভয় দেখাচ্ছিল। তাদের গ্রেপ্তার করে স্থানীয় জেলে নিয়ে আসা হয় এবং পারে তারা জামিনও পেয়ে গেছে।''
প্রসঙ্গত, আজকাল প্রাঙ্ক-এর জের খুবই বৃদ্ধি পেয়েছে। লোকেরা মজার ছলে সীমা-পরিসীমা লঙ্ঘন করে যাচ্ছে। সেই সাথে রয়েছে ইউটিউবে হিট হওয়ার ইচ্ছা। ভূতের মতো সাজপোশাক করে লোকেদের ভয় দেখানোর বিষয়টা সবচেয়ে বেশি ট্রেন্ড করছে। এনেক সময় তো এই ধরনের ভিডিও গুলি কোটির বেশি ভিউয়ার্স পেয়ে থাকে।