This Article is From Oct 23, 2019

বিনা প্ররোচনাতেই গুলি চালিয়েছে বিজিবি: জওয়ানের মৃত্যু-তদন্তের পর বিএসএফ

তদন্ত করার পর বিএসএফ জানাল, বিজিবি ওই গুলি চালনা ছিল একেবারেই ‘‘অপ্ররোচিত ও অন্যায্য’’। 

বিনা প্ররোচনাতেই গুলি চালিয়েছে বিজিবি: জওয়ানের মৃত্যু-তদন্তের পর বিএসএফ

বিএসএফ জওয়ানের মৃত্যুর তদন্ত রিপোর্ট পেশ করল বিএসএফ।

গত সপ্তাহে মুর্শিদাবাদে আন্তর্জাতিক সীমান্তরেখায় বাংলাদেশের (Bangladesh) প্রতিরক্ষা বাহিনী বিজিবির ছোঁড়া গুলিতে শহিদ হন এক বিএসএফ জওয়ান (BSF Soldier)। গুরুতর জখম হন আর একজন। সেই নিয়ে তদন্ত করার পর বিএসএফ জানাল, বিজিবি ওই গুলি চালনা ছিল একেবারেই ‘‘অপ্ররোচিত ও অন্যায্য''।  গত ১৭ অক্টোবর এক বিজিবি রক্ষী তাঁর একে-৪৭ বন্দুক দিয়ে গুলি চালান। মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমান্তরেখায় দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলার সময়ই ওই ঘটনা ঘটে। অতর্কিতে ছোঁড়া গুলিতে শহিদ হন বিজয় ভান সিংহ। তিনি হেড কনস্টেবল ছিলেন। বয়স হয়েছিল ৫০। বাড়ি উত্তরপ্রদেশের ফিরোজাবাদ। আহত জওয়ানের নাম রাজবীর সিংহ।

বাংলাদেশ সীমান্ত থেকে গুলি বিজিবি-র, শহিদ হলেন এক বিএসএফ জওয়ান

বিএসএফ সূত্র জানিয়েছে, ‘‘বিজিবির গুলি চালনা ছিল অপ্ররোচিত ও অন্যায্য। ওই ঘটনার পরে বিজিবি জানিয়েছিল নিহত বিএসএফ কর্মী বেআইনি ভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। দেখা যাচ্ছে সেটা অপ্ররোচিত গুলি চালিয়ে হত্যা করার বিষয়টিকে যুক্তিসঙ্গত প্রমাণ করা চেষ্টা।''

এছাড়া বিএসএফের পক্ষে জানানো হয়েছে, বিজিবির ডাক পেয়ে তথ্য সংগ্রহের জন্য ওখানে গিয়েছিল বিএসএফের একটি দল।

হিন্দু নেতা কমলেশ তিওয়ারির শরীরে ছুরির আঘাতের চিহ্ন, গুলি করা হয় মুখে: রিপোর্ট

বিজিবি দুই আটক মৎস্যজীবীকে ছেড়ে দিয়ে তাঁদের বলে বিএসএফকে ফ্ল্যাগ মিটিংয়ের ব্যাপারে জানাতে।

তদন্ত শুরু করার এক সপ্তাহ পর তদন্তের রিপোর্ট পেশ করল বিএসএফ।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.