ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়
কলকাতা: মঙ্গলবার ভাইফোঁটায় (Bhai Phonta) তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে গেলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) । ঘটনায় অস্বস্তিতে বিজেপি, যদিও উৎসবকে “ক্ষুদ্র রাজনীতির গণ্ডি”র ঊর্দ্ধে রাখা উচিত বলে মন্তব্য করেছেন গেরুয়া শিবিরের নেতারা। মঙ্গলবার ঘনিষ্ঠ বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে হাজির হন শোভন চট্টোপাধ্যায়। তবে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলতে চাননি তিনি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “আমি এর মধ্যে কোনও রাজনীতি দেখছি না। যখন ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের বিষয় ওঠে, তখন, রাজনীতিকে দূরে সরিয়ে রাখা উচিত”।
সারদা কাণ্ডে জিজ্ঞাসাবাদে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে শোভন-বৈশাখী
দিলীপ ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরেই ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান শোভন চট্টোপাধ্যায়। এই জন্যই হয়তো হয়তো তিনি এদিন গিয়েছেন”।
রাজ্য বিজেপি সূত্রের খবর, বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন তাঁরা, এবং দলকে না জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের থেকে “ব্যাখ্যা চাওয়া” হতে পারে।
কলকাতা পুরসভার দুবারের মেয়র ছাড়াও, রাজ্যের মন্ত্রী ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর রাজনৈতিক ক্যারিয়ার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ধীরে ধীরে যুব কংগ্রেস নেতা থেকে পরবর্তীকালে তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা হয়ে ওঠেন শোভন চট্টোপাধ্যায়।
দেবশ্রী রায় দলে যোগ দিলে BJP ছাড়বেন, হুঁশিয়ারি দিলেন Sovan Chatterjee
১৪ অগস্ট দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তবে গেরুয়া দলের কোনও অনুষ্ঠানে তাঁদেক দেখা যায়নি। এর আগে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বারবার হেনস্থার জন্য বিজেপি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শোভন চট্টোপাধ্যায়, তবে তা তিনি প্রকাশ করেননি।
আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখতে ক্লিক করুন:
ব্যক্তিগত জীবনে সমস্যার কারণ, ২০১৮-নভেম্বরে কলকাতা পুরনিগমের মেয়র এবং রাজ্যের মন্ত্রী পদ থেকে শোভন চট্টোপাধ্যায়কে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)