This Article is From Feb 12, 2020

একই পরিবারের ৫ জনের পচাগলা দেহ উদ্ধার, পুলিশের সন্দেহে আত্মহত্যা

দম্পতি-সহ তিন সন্তানের প্রায় পচাগলা মৃতদেহ উদ্ধার। দিল্লির ভজনপুরার (NE Delhi Bhajanpura) এই ঘটনায় চাঞ্চল্য

একই পরিবারের ৫ জনের পচাগলা দেহ উদ্ধার, পুলিশের সন্দেহে আত্মহত্যা

দম্পতি-সহ তিন সন্তানের প্রায় পচাগলা মৃতদেহ উদ্ধার

নয়া দিল্লি:

দম্পতি-সহ তিন সন্তানের প্রায় পচাগলা মৃতদেহ (Decomposed Body) উদ্ধার। দিল্লির ভজনপুরার (NE Delhi Bhajanpura) এই ঘটনায় চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আর্থিক অনটনের (Financial Crisis led to this Incident) কারণে নিজের পরিবারকে খুন করে আত্মঘাতী হয়েছেন গৃহকর্তা। পুলিশ আরও জানিয়েছে, প্রায় ৪-৫ দিন আগে এই মৃত্যু ঘটেছে। দেহ পচে গন্ধ বেরোতে শুরু করায় পড়শিরা সকালের দিকে পুলিশে (Delhi Police) খবর দেয়। এরপর সদর দরজা ভেঙে পাঁচজনের দেহ উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে টোটো চালক শম্ভু ছ' মাস আগে পরিবারের সঙ্গে উত্তরপূর্ব দিল্লির এই ভজনপুরায় থাকতে শুরু করেন। তাঁদের ১৪ এবং ১২ বছরের দুটি ছেলেও ছিল। একটি ছোট মেয়েও আছে। যদিও বাড়ির ভেতর থেকে লুটপাট কিংবা ডাকাতির কোনও চিহ্ন পায়নি পুলিশ। 

(আত্মহত্যা প্রবণ এমন কেউ  পরিচিত থাকলে তাঁকে পরামর্শ দিন স্থানীয় মানসিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে)

কিংবা নিম্নে উল্লেখ করা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন:

AASRA: 91-22-27546669 (24 hours)
Sneha Foundation: 91-44-24640050 (24 hours)
Vandrevala Foundation for Mental Health: 1860-2662-345 and 1800-2333-330 (24 hours)
iCall: 022-25521111 (Available from Monday to Saturday: 8:00am to 10:00pm)
Connecting NGO: 18002094353 (Available from 12 pm - 8 pm)

.