Bharat Bandh: মৃত্যুর কারণ হিসেবে যানজটের কথা মানতে নারাজ জেলা প্রশাসন।
নিউ দিল্লি: ভারত বনধের দিন বিহারের জাহানাবাদে শিশু মৃত্যুর দায় কি কংগ্রেস সভাপতি নেবেন? প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের। আজ সেখানে দুবছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মন্ত্রীর দাবি বনধের সমর্থনে রাস্তায় মিছিল হচ্ছিল। তার জেরে যানজটের সৃষ্টি হয়। আর তাই নির্দিষ্ট সময়ে শিশুটিকে হাসপাতালে পৌঁছে দেওয়া যায়নি বলে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ হিসেবে যানজটের কথা মানতে নারাজ জেলা প্রশাসন। জেলা শাসক অলোকরঞ্জন ঘোষ এনডিটিভিকে জানিয়েছেন, মৃত শিশুর বাবা প্রমোদ মানিনি তাকে যে
সেবাযানে করে নিয়ে আসছিলেন সেটিকে কোথাও আটকান হয়নি। গ্রামে অটো পেতে দেরি হওয়ার জন্য এমন ঘটনা ঘটে থাকতে পারে।
সাংবাদিকদের রবিশঙ্কর বলেন, এই মৃত্যুর দায় কি রাহুল গান্ধি নেবেন? দেশে অকারণে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁর দাবি কংগ্রেসের ডাকা ভারত বনধ ব্যর্থ হয়েছে।