Read in English
This Article is From Sep 10, 2018

Bharat Bandh LIVE Updates: দেশজুড়ে বনধে সামিল কংগ্রেস, বাম, বিরোধীরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীদের ডাকে ভারত বনধ পালিত হচ্ছে দেশজুড়ে

Advertisement
অল ইন্ডিয়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিরোধীদের ডাকে ভারত বনধ পালিত হচ্ছে দেশজুড়ে

New Delhi:

ভারত বনধ দিয়ে দেশ জুড়ে পেট্রল ও ডিজেলের দাম বাড়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন বিরোধী দলের নেতারা। কংগ্রেসের আহ্বানে সাড়া দিয়েছে বেশ কয়েকটি বিরোধী দল। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন এ ধরনের  জিনিসের দাম বাড়ায় সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে। 21 টি দল ছাড়া কিছু বণিক সংগঠনও বনধকে সমর্থন করছে বলে দাবি করেছেন কংগ্রেস নেতারা। তাদের দাবি পেট্রল এবং ডিজেলকে জিএসটির মধ্যে নিয়ে আসা হোক। তাহলে 15-18 টাকা করে দাম কমবে বলে দাবি কংগ্রেসের।

কর্নাটকের সরকারে কংগ্রেসের ভূমিকা বিরাট। আর তাই সে রাজ্যে বনধ প্রায় সর্বাত্মক।সে রাজ্যের  কয়েকটি সংগঠনও  বনধকে সমর্থন করেছে। এই ইস্যুগুলিকে সমর্থন করলেও বনধে নেই তৃণমূল। তাদের দাবি মানুষকে সমস্যায় ফেলে কোনও আন্দোলন করতে তারা রাজি নয়। এর পাশাপাশি ওড়িশার শাসক দল বিজেডিও বনধেন নেই।

ভারত বনধের LIVE Updates :

Sep 10, 2018 15:36 (IST)
পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বিজেপি দপ্তরে দেখা করলেন সভাপতি অমিত শাহ।
Sep 10, 2018 14:38 (IST)
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ। তিনি বলেন, মনমোহনের মনে হয় জিএসটির জন্য দেশের ক্ষতি হয়েছে। ওঁর সঙ্গে সংসদে আলোচনা করতে চাই। তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় যেভাবে পেট্রল পাম্পে আগুন দেওয়া হচ্ছে এবং গাড়ি ভাঙচুর চলছে তার দায় কে নেবে? প্রশ্ন রবিশংকরের।
Sep 10, 2018 14:36 (IST)

কংগ্রেস সভাপতি বলেন, মোদী সরকারের আমলে দেশে ঘৃণা ছড়িয়ে পড়ছে, মানুষে মানুষে বিভাজন হচ্ছে।  তিনি আরও বলেন, একত্রিত হওয়া বিরোধী দলগুলি বিজেপিকে হারিয়ে দেবে। রামলীলা ময়দানের এই সভা থেকে রাহুল পেট্রপণ্যের  দাম বাড়া সম্পর্কে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন।   রাহুল ও বলেন,70  বছরে দেশে যা হয়নি এখন তাই হচ্ছে। দেশের মানুষ একে অপরের বিরুদ্ধে লড়ছে আর দাম বাড়ছে পেট্রল-ডিজেলের।

Sep 10, 2018 14:33 (IST)

দিল্লির প্রীত বিহার এলাকায় গরুর গাড়িতে বাইক চড়িয়ে বনধ পালন কংগ্রেস নেতাদের

Sep 10, 2018 14:31 (IST)

ভারত বনধ বাম নেতা সীতারাম ইয়েচুরির, ডি রাজার সঙ্গে আর নেতা অতিশি 

Advertisement
Sep 10, 2018 14:27 (IST)

ভারত বনধের প্রভাব পড়েছে কর্নাটকের স্বাভাবিক জনজীবনে

Sep 10, 2018 14:25 (IST)

পটনায় ভারত বনধের ছবি 

Sep 10, 2018 14:25 (IST)
Sep 10, 2018 14:24 (IST)
Sep 10, 2018 14:24 (IST)
Sep 10, 2018 14:23 (IST)

দিল্লিতে ভারত বনধের ছবি 

Sep 10, 2018 14:22 (IST)
Sep 10, 2018 14:22 (IST)
Sep 10, 2018 14:22 (IST)
Sep 10, 2018 14:21 (IST)
Sep 10, 2018 14:21 (IST)
Sep 10, 2018 14:21 (IST)
Sep 10, 2018 14:20 (IST)
এনসিপি প্রধান শরদ পাওয়ার জানান মোদী সরকারকে বোঝাতেই  হবে তারা ব্যর্থ।
Sep 10, 2018 14:18 (IST)
ঝাড়খন্ডে গ্রেফতার 58 কংগ্রেস কর্মী 

সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশ জানিয়েছে জোর করে  বনধ সফল করার চেষ্টা করায়    

58 জন কংগ্রেস কর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে। তার মধ্যে আছেন পালামৌয়ের কংগ্রেস সভাপতি রঞ্জন পাঠক।  কংগ্রেসের পাশপাশি ঝাড়খন্ড মুক্তি মোর্চা , আরজেডি এবং বাম দলগুলিও অংশ নেয় প্রতিবাদে।
Sep 10, 2018 14:18 (IST)
গুয়াহাটির রাস্তায় পুড়ল টায়ার। পাশ দিয়ে গেলেন নিরাপত্তা কর্মী।



Advertisement