Bharat bandh: শিলিগুড়ির একটি সরকারি বাসের চালককে হেলমেটে মাথা ঢেকে বাস চালাতে দেখা গিয়েছে
শিলিগুড়ি: ২৪ ঘণ্টার ভারত বনধের (all-India strike) সময় কোনও হিংসাত্মক ঘটনা থেকে প্রাণ বাঁচাতে হেলমেট পরেই বাস চালাচ্ছেন বাস চালকরা! এই রাজ্যের শিলিগুড়িতে দেখা মিলেছে এমনই ঘটনার। আজ, বুধবার শ্রমিক সংগঠনগুলির ডাকা বনধের মধ্যেই শিলিগুড়ির সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি সরকারি বাসের চালককে হেলমেটে মাথা ঢেকে বাস চালাতে দেখা গিয়েছে। পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর (West Bengal Transport Department) জানিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে যে বনধ ডাকা হয়েছে তার ফলে যে সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মোকাবিলায় প্রস্তুত রাজ্য। বনধের কারণে আটকে পড়া যাত্রীদের সাহায্য করতে আজ ২২ শতাংশ বেশি বাস রাস্তায় নামিয়েছে রাজ্য সরকার।
CITU ও INTUC সহ ট্রেড ইউনিয়নগুলি বেতন বৃদ্ধি ও পাঁচ দিনের কাজ সহ ১২ টি দাবিতে ধর্মঘট ডেকেছে।
ক্ষমতাসীন বিজেপি দলের সঙ্গে যুক্ত ভারতীয় মজদুর সংঘ (BMS) অবশ্য এই ধর্মঘটে অংশ নিচ্ছে না।
সারাদেশ জুড়ে এই বনধের কারণে কয়েকটি ব্যাংকের শাখায় প্রভাবিত হয়েছে স্বাভাবিক পরিষেবা।