हिंदी में पढ़ें
This Article is From Jan 27, 2019

সাধু সন্ন্যাসীদেরও দেওয়া হোক ‘ভারত রত্ন’, কেন্দ্রের কাছে দাবি বাবা রামদেবের

"আমি ভারত সরকারকে অনুরোধ করছি যে, পরের বার অন্তত কোনও সন্ন্যাসীকেও ভারত রত্ন সম্মানে ভূষিত করা হোক।”

Advertisement
অল ইন্ডিয়া

সন্ন্যাসীদের ভারত রত্ন দেওয়ার দাবি করলেন বাবা রামদেব

নিউ দিল্লি:

সাধু সন্ন্যাসীরা বাদ কেন! আগামী বছর থেকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারত রত্ন' প্রদান করা হোক সাধু সন্তদেরও। কেন্দ্র সরকারের কাছে এমনই দাবি তুলেছেন বাবা রামদেব (Yoga Guru Baba Ramdev)। প্রসঙ্গত উল্লেখ্য গত ২৫ জানুয়ারি সরকার ঘোষণা করে যে এই বছর তিনজনকে ‘ভারত রত্ন' সম্মান প্রদান করা হবে। এই তালিকায় রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, প্রয়াত সমাজকর্মী নানাজি দেশমুখ এবং প্রয়াত গায়ক ও সঙ্গীতপরিচালক ভূপেন হাজারিকা।

কুম্ভ মেলায় গিয়ে পূণ্য স্নান করে আনুষ্ঠানিক ভাবে দলের দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা

৭০ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শনিবারে সংবাদ মাধ্যমকে বাবা রামদেব বলেন, “দুর্ভাগ্য এটাই যে, গত ৭০ বছরে একজনও সন্ন্যাসীকে ভারত রত্ন দেওয়া হয়নি। মহর্ষি দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ বা শিবকুমার স্বামী, কাউকেই এই সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়নি। আমি ভারত সরকারকে অনুরোধ করছি যে, পরের বার অন্তত কোনও সন্ন্যাসীকেও ভারত রত্ন সম্মানে ভূষিত করা হোক।”

Advertisement

সরকারের পদ্মশ্রী প্রত্যাখ্যান করলেন নবীন পট্টনায়েকের বোন লেখিকা গীতা মেহতা

এই বছর 'ভারত রত্ন' সম্মান নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠেছে। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এবং উপ মুখ্যমন্ত্রী জি পরমেশ্বরের দাবি ছিল, কর্ণাটকের তুমকুরুর সিদ্ধগঙ্গা মঠের প্রাণপুরুষ শিবকুমার স্বামীকে ভারতরত্ন দেওয়া হোক। ১১১ বছর বয়সে সম্প্রতি প্রয়াত হলেন শিবকুমার। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, মঠেই চিকিৎসা চলছিল তাঁর। শিবকুমারের মৃত্যুর পরে রাজ্যের মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী তিন দিন রাজ্যে শোকদিবস ঘোষণা করেছিলেন।

Advertisement

প্রণব মুখোপাধ্যায়কে ভারত রত্ন সম্মানের জন্য অভিনন্দন জানালেন বাংলার নেতারা

 

Advertisement